1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোববার লড়াই এ নামছেন ফেদেরার ও নাদাল

৪ জুন ২০১১

আবারও একটি ফেদেরার-নাদাল এপিক ম্যাচ দেখার অপেক্ষায় ফ্রেঞ্চ ওপেন৷ কারণ দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছেন রজার ফেদেরার৷ এর আগে অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে উঠেন রাফায়েল নাদাল৷

https://p.dw.com/p/11UIh
এবার কি শোধ নিতে পারবেন ফেদেরার?ছবি: AP

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এ নিয়ে গত ছয় বছরের মধ্যে চারবারই খেলবেন নাদাল ও ফেদেরার৷

টেনিস ক্যারিয়ারে সেরা ফর্মে থাকা জকোভিচ ১৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের বিপক্ষে অবশ্য এবার আর পেরে উঠেননি৷ জেতার পর ফেদেরার বলেন, এ ধরনের ম্যাচের জন্যই সারা জীবন অনেক অনুশীলন করেছি আমি৷ এবার অনেক চাপে ছিলেন জকোভিচ এবং খেলেছেনও দুর্দান্ত৷

অন্যদিকে অ্যান্ডি মারেকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেছেন রাফায়েল নাদাল৷ রেকর্ড ছয় শিরোপা জেতা বিয়ন বোর্গের পাশে বসতে হলে পাঁচবারের চ্যাম্পিয়ন নাদালকে রোববারের ফাইনালে জিততে হবে ফেদেরারের বিপক্ষে৷

Flash-Galerie Andrea Petkovic
ফ্রেঞ্চ ওপেনের কোর্টছবি: DW

গত শুক্রবার নাদাল পালন করলেন ২৫ বছরের জন্মদিনের অনুষ্ঠান৷ তাই জকোভিচকে হারানোর পর ফেদেরার বলেছেন, এটা সম্ভবত নাদালের জন্মদিনের সবচেয়ে ভালো উপহার৷ শেষ চার খেলায় জকোভিচের কাছে হেরেছেন নাদাল৷ ফেদেরার আরও বলেন, আমার প্রধান প্রতিদ্বন্দ্বির সঙ্গে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছি আমি৷

সেমিফাইনালে অবশ্য নিজের সেরা খেলা খেলতে পারেননি নাদাল৷ প্রথম সেটে খুব একটা ভালো খেলতে পারেননি৷ সমস্যা হচ্ছিল সার্ভ করতেও৷ শেষে অবশ্য জয় সহজে ধরা দেয় তার কাছে৷ আর এই জয়ের ফলে মারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ১১-৪ ব্যবধানে এগিয়ে গেলেন স্পেনের নাদাল৷

এদিকে টেনিসে মেয়েদের এককে ফাইনালে লড়বেন চীনের না লি এবং পঞ্চম বাছাই ফ্রান্সেসকা শিয়াভোনে৷ শেষ চারে না লি হারান মারিয়া শারাপোভাকে৷ আর মারিয়ঁ বারতোলির বিপক্ষে জেতেন শিয়াভোনে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য