‘অল জার্মান’ ফাইনালই হচ্ছে!
১ মে ২০১৩সেই সম্ভাবনা আগে থেকেই উজ্জ্বল হয়ে আছে৷ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে৷ তারপরই ঘরের মাঠে বোরুসিয়া ডর্টমুন্ড আরেক স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদকে ডোবায় ৪-১ গোলের হারের লজ্জায়৷ বার্সেলোনার জন্য ফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে যায় তখনই৷ কিন্তু একটা ‘অ্যাওয়ে গোল' থাকায় রেয়ালের জন্য কাজটাকে তবু খানিকটা সম্ভব মনে হচ্ছিল৷
মঙ্গলবার ৩-০ গোলে জিতলেই রোনালডোর করা ওই অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে চলে যেতো রেয়াল ৷ কিন্তু ডর্টমুন্ডের প্রতিরোধের মুখে সেটা সম্ভব হয়নি৷ ম্যাচের আট মিনিট বাকি থাকতে করিম বেনজেমা-র গোল উজ্জীবিত করে তুলেছিল রেয়ালকে৷ উত্তেজনায় ফেটে পড়ছিল ব্যার্নাবেউ স্টেডিয়ামে দর্শকে ঠাসা গ্যালারি৷ ম্যাচ শেষের দু মিনিট আগে আবার রামোসের গোল! ২-০! বাকি সময়ে আরেক গোল করে ফাইনালে ওঠার সুযোগ ঠিকই পেয়েছিল রেয়াল মাদ্রিদ৷ কিন্তু ডর্টমুন্ডের গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তার কাছে হার মেনে যায় সব প্রয়াস৷ ফলে ৪-৩ অ্যাগ্রিগেটে ডর্টমুন্ডই এখন ফাইনালে৷
ফাইনালে তাদের জার্মানির আরেক ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি৷ আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বার্সা-বায়ার্ন৷ ৪-০ ব্যবধান দেবে টাইব্রেকার আর ৫-০তে জিতলে সরাসরি ফাইনাল- এমন সমীকরণ মেলানো যে মেসি, ইনিয়েস্তাদের জন্য প্রায় অসম্ভব তা তাঁদের ভক্তরাও বোঝেন৷ ৪-০-র চেয়ে কম ব্যবধানের জয় কিংবা ড্র মানেও বিদায়৷ সুতরাং এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যে ডর্টমুন্ড-বায়ার্নের দ্বৈরথ হওয়ার সম্ভাবনাই বেশি তা বুঝতে কী আর ফুটবল বিশেষজ্ঞ হতে হয়?
এসিবি /এসবি (ডিডাব্লিউ, ডিপিএ)