রোহিঙ্গা
১১ সেপ্টেম্বর ২০১২যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ৪ সদস্যের এই প্রতিনিধিদলটি মিয়ানমার সফর শেষে গতকাল দুপুরে ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা৷ এর পর তারা বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে৷ তবে বৈঠকের পর তারা সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি৷ শুধু বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে৷
জানা গেছে, আজ মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারে যাবেন৷ তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাও যাবেন বলে জানা গেছে৷ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার এলাকাই অবস্থান করছেন৷ সেখানে ২টি শরণার্থী ক্যাম্পে প্রায় ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী আছেন৷ তবে ওই এলাকায় ক্যাম্পের বাইরে কয়েক লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর বসবাস৷ রামরু'র প্রধান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ডয়চে ভেলেকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফর ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক সম্প্রদায় ভালভাবে নেয়নি৷ তিনি মনে করেন, গত জুনে মিয়ানমারে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া উচিত ছিল৷ তারপর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা যেত৷
ড. তাসনিম সিদ্দিকী মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে হয়তো বাংলাদেশ সরকারের মনোভাবের পরিবর্তন হতে পারে৷ কিন্তু এজন্য দেশের সুশীল সমাজকেও সক্রিয় করতে হবে৷
৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলে আছেন মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ওয়াই ইয়ান, এলিসা আইরেস, কেলি ক্লেমেন্ট এবং ড্যানিয়েল বায়ের৷ কাল তারা ঢাকায় প্রেস ব্রিফিং করতে পারেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন