গ্যারেথ বেল
২ আগস্ট ২০১৩টটেনহাম হটস্পারের উইঙ্গার গ্যারেথ বেলকে পেতে চায় রেয়াল মাদ্রিদ – এমন একটা খবর বাতাসে উড়ছে বেশ কিছুদিন ধরে৷ অবশেষে জানা গেছে গত মৌসুমে খেলোয়াড়দের ভোটে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা হওয়া বেলকে নিতে ট্রান্সফার ফি-র বিশ্বরেকর্ডও ভাঙতে চলেছে স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাবটি৷ ট্রান্সফার ফি-র বর্তমান রেকর্ড ৯৬ মিলিয়ন ইউরোর৷ ২০০৯ সালে এমন অবিশ্বাস্য এক অঙ্কের বিনিময়েই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে নিয়েছিল রেয়াল৷ ওয়েলসের খেলোয়াড় বেলকে পেতে নাকি তারা এখন টটেনহাম হটস্পারের সঙ্গে ১২০ মিলিয়ন ইউরোর চুক্তিতে যেতেও রাজি!
রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ-এ সময়ে এই ক্লাবগুলোতে খেলার সুযোগ পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্ন পূরণের মতো৷ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ গোল করা বেলও নিশ্চয়ই এমন সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে খুশি৷ তাঁর বক্তব্য এখনো জানা যায়নি৷ কথা হচ্ছে দুই ক্লাবের কর্মকর্তাদের পর্যায়ে৷ টটেনহাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি জানিয়েছেন দলের অপরিহার্য খেলোয়াড় বেলকে বিক্রি করতে তাঁর ক্লাব রাজি৷ টাকার অঙ্ক নিয়ে তিনি কিছু বলেননি৷ রেয়ালের তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে তরুণ এক খেলোয়াড়কে ইংল্যান্ড থেকে স্পেনে নিয়ে যাওয়ার চেষ্টা শুরুর খবর৷ রেয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ‘‘সমাধানের একটা উপায় বের করার জন্য আলোচনা চলছে৷ আমার মনে হয় কী হলো শিগগিরই তা জানা যাবে৷''
এসিবি / ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)