1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ সেপ্টেম্বর ২০১৪

ঢাকাসহ সারাদেশে রেলক্রসিংগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে রেললাইনের দু'পাশে গড়ে ওঠা অবৈধ বাজার ও স্থাপনা৷ শুধু ঢাকা মহানগর এলাকায় গত নয় মাসে রেলক্রসিং-এ দুর্ঘটনায় ১৬০ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/1DBM3
Galerie - Hafenarbeiter in Bangladesch
ছবি: DW/M. Mamun

এদিকে বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে চারজন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার থেকে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেল কর্তৃপক্ষ৷

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তঃনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল৷ একই সময়ে পাশের লাইন দিয়ে যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী ট্রেন৷ ঢাকার কারওয়ান বাজার রেলক্রসিং-এর দু'পাশেই রেললাইনের ওপর অবৈধ বাজার বসায় সেখানে মানুষের ভীড় ছিল৷ দুই ট্রেনের ফাঁকে আটকে গিয়ে মোট চারজন নিহত হন৷ রেলক্রসিং-এর আশেপাশে রেললাইনের ওপর এরকম অবৈধ বাজার বসছে সারাদেশেই৷

এর আগে গত ২৯ এপ্রিল কমলাপুর টিটিপাড়ায় রেলক্রসিং-এ ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ হারান চারজন৷ গত ১২ জুন মগবাজার ওয়্যারলেস রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হন এক ব্যক্তি৷ আর গতমাসে মগবাজার রেলগেটের কাছে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের সহযোগীর গাড়ি ট্রেন দুর্ঘটনায় পড়ে৷

কমলাপুর রেল পুলিশের অপারেশন অফিসার রফিকুল ইসলাম জানান, গত ৯ মাসে ঢাকা বিভাগে ট্রেনের নীচে পড়ে ২৩৮ জন মারা গেছেন৷ এর মধ্যে ১৯২ জন পুরুষ এবং ৪৬ জন নারী৷ শুধু ঢাকা মহাগরীতে নিহত হয়েছেন ১৬০ জন৷

বর্তমানে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত রেললাইনে ৩৫টি রেলক্রসিং রয়েছে৷ এর মধ্যে অবৈধ ২১টি এবং বৈধ মাত্র ১৪টি৷ অনুমোদনহীন ক্রসিংয়ে কোনো গেটম্যান থাকে না৷

বাংলাদেশে মোট ২,৮৩২ কিলোমিটার রেললাইন আছে৷ প্রতিদিন মোট ৩৩৫টি ট্রেন চলাচল করে৷ বৈধ, অবৈধ মিলিয়ে সারাদেশে মোট ২,৫৪১টি রেলক্রসিং রয়েছে৷ এর মধ্যে অনুমোদিত রেলক্রসিং ১,৪১৩টি এবং অবৈধ ক্রসিংয়ের সংখ্যা ১,১২৮টি৷

রেলক্রসিং-এ পর্যাপ্ত গেটম্যান না থাকা এবং ক্রসিং এলাকার রেললাইনের দু'পাশে অবৈধ বাজার দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

ঢাকার রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ দাবি করেন, তাঁরা বারবার রেললাইন ও পাশের জায়গায় বাজার-দোকান সরিয়ে নেয়ার বিষয়ে তাগিদ দেয়ার পরও ব্যবসায়ীরা কোনো কথা শোনেন না৷ তাঁরা রেললাইনের ওপর নির্দ্বিধায় দোকান সাজিয়ে বসেন৷ এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে৷ তবে অভিযোগ রয়েছে এসব দোকান-পাট যোগসাজশ করেই বসানো হয়৷

Galerie - Hafenarbeiter in Bangladesch
গত ৯ মাসে ঢাকা বিভাগে ট্রেনের নীচে পড়ে ২৩৮ জন মারা গেছেন৷ছবি: DW/M. Mamun

রেলওয়ের সম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবির জানান, কারওয়ান বাজারের দুর্ঘটনার পর তাঁরা ঢাকাসহ সারাদেশে রেললাইনের দু'পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন৷ কারওয়ান বাজারে শুক্রবার থেকে অভিযান শুরু হয়েছে৷ সারাদেশে অবৈধ দোকান-পাট, বাজার এবং স্থাপনা উচ্ছেদের অভিযানও শুরু হবে দ্রুত৷ তিনি জানান, এর বাইরে অবৈধ রেলগেটগুলো বন্ধ করা এবং বৈধ রেল গেটে গেটম্যানদের উপস্থিতি নিশ্চিত করার কাজও শুরু হয়েছে৷

শীর্ষে বাংলাদেশ

উল্লেখ্য, এই উপমহাদেশে রেল দুর্ঘটনার ক্ষেত্রে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ৷ গত ৬ মাসে বাংলাদেশে ৮২টি রেল দুর্ঘটনা ঘটেছে৷ সে তুলনায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় দুর্ঘটনার সংখ্যা অনেক কম৷ গত ৬ মাসে ভারতে ২৭টি ও পাকিস্তানে ৯টি রেল দুর্ঘটনা ঘটে৷ আর শ্রীলঙ্কায় ২০১২ সালের পর কোনো দুর্ঘটনাই ঘটেনি৷ ২০১৩ সালে বাংলাদেশে রেল দুর্ঘটনা রেকর্ড ছাড়িয়ে যায়৷ সে বছর মোট রেল দুর্ঘটনা ঘটে ২৩১টি৷ যার মধ্যে পূর্বাঞ্চলে ১৫৭টি এবং পশ্চিমাঞ্চলে ৭৪টি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য