রেড কার্পেট থেকে কঠিন জীবনে
২ মার্চ ২০১৩এইতো মাত্র সেদিন৷ ফেব্রুয়ারির ১৬ তারিখে মুজিচ ছিলেন বার্লিনালের রেড কার্পেটে৷ সবসময় তাঁর সঙ্গে থাকতো একজন নিরাপত্তারক্ষী৷ কিন্তু তার দুই সপ্তাহ পর মুজিচকে এখন আবার সেই আগের জীবনে ফিরে যেতে হয়েছে৷ ভাঙা গাড়ি থেকে লোহালক্কর সংগ্রহ করে সেগুলো বিক্রি করতে হচ্ছে৷ এভাবেই তাঁকে চালাতে হচ্ছে চারজনের সংসার৷
অবশ্য বার্লিনালেতে পুরস্কার পাওয়ায় মুজিচের জীবনধারায় কিছুটা পরিবর্তনতো এসেছেই৷ প্রায় প্রতিদিনই সারা বিশ্ব থেকে মুজিচের নামে আসছে অভিনন্দন বার্তা৷ আর সংবাদ মাধ্যমের কর্মীরাতো আছেই৷ তবে বাস্তবতা হচ্ছে, তাঁর বাড়িতে আগতদের হাসিমুখে বিদায় করার পরই মুজিচকে ছুটে যেতে হচ্ছে জীবিকার খোঁজে৷
এই হলো গরিব রোমাদের প্রতিদিনের জীবন৷ এই কাহিনি নিয়েই গড়ে উঠেছে ‘অ্যান এপিসোড ইন দ্য লাইফ অফ অ্যান আয়রন পিকার' ছবিটি৷ যেখানে অভিনয় করেছেন মুজিচ আর তাঁর স্ত্রী সেনাদা৷
শুধুমাত্র স্বাস্থ্য বিমা না থাকার কারণে সেনাদাকে জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া হয়নি৷ বাস্তব এই কাহিনিটা ২০১১ সালের মাঝামাঝি সময়কার৷ সেসময় সেনাদার গর্ভপাত হলে ভেতরে রক্তপাত শুরু হয়৷ ঐ অবস্থায় তাকে একটি হাসপাতালে নেয়া হয়েছিল৷ কিন্তু বিমা না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেনাদার চিকিৎসা করেনি৷ পরে তাকে যেতে হয়েছে আরেক হাসপাতালে, যেখানে সেনাদা তাঁর ননদ সেজে চিকিৎসা পান, কারণ তাঁর ননদের স্বাস্থ্য বিমা আছে৷
করুণ এই কাহিনি পরিচালক দানিস তানোভিচকে নাড়া দেয়৷ তাই এর ওপর ভিত্তি করেই ছবিটি তৈরি করেন তিনি৷ আর অভিনেতা, অভিনেত্রী হিসেবে নেন মুজিচ আর সেনাদাকে৷