রেকর্ড দামে জিওর শেয়ার কিনলো ফেসবুক
২২ এপ্রিল ২০২০বিশ্বের কোথাও এর আগে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা দিয়ে কোনও টেলিকম সংস্থার প্রায় দশ শতাংশ শেয়ার কেনা হয়নি। কিন্তু ভারতে ওই বিপুল অর্থ দিয়ে রিলায়েন্সজিও-র প্রায় দশ শতাংশ শেয়ার কিনছে ফেসবুক। করোনার ফলে গোটা বিশ্বে ব্যবসা বানিজ্য এখন ডুবতে বসেছে। নতুন করে বিনিয়োগ খুব কম হচ্ছে। তখন ফেসবুকের এই বিপুল পরিমাণ বিনিয়োগ নিঃসন্দেহে বড় ঘটনা। এই বাজারে যে এতবড় বিদেশি বিনিয়োগ হতে পারে এবং তাও ভারতে হতে পারে, তা খুব কম লোকই ভাবতে পেরেছিলেন।
ফেসবুকের মালিক মার্ক সাকারবার্গবিবৃতি দিয়ে বলেছেন, ''এই মুহূর্তে বিশ্বে অনেক কিছু ঘটছে, কিন্তু আমি একটা আপডেট শেয়ার করতে চাই। ফেসবুক এ বার জিও-র প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা আর্থিক বিনিয়োগ করছি। সব চেয়ে বড় কথা, আমরা কিছু বড় প্রকল্পে হাতে নিতে চাই। সারা ভারত জুড়ে লোকের কাছে বানিজ্যিক সুযোগ পৌঁছে দিতে চাই।'' এই বানিজ্যিক সুযোগের মধ্যে অন্যতম হলো জিও মার্ট এবং হোয়াটস অ্যাপের মধ্যে চুক্তি। জিও মার্ট ইতিমধ্যেই অন লাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করছে। এর সঙ্গে যুক্ত থাকছে স্থানীয় মুদির দোকান, ছোট ব্যবসায়ী, হকাররা। এ বার হোয়াটস অ্যাপ সেই ছোট ব্যবসায়ীদের অনলাইন বিক্রির সুযোগ করে দেবে। এর সঙ্গে রিলায়েন্স রিটেলও জড়িত থাকবে। সাকারবার্গ বলেছেন, ভারতে ছয় কোটি ছোট দোকানদার আছেন। এই করোনার সময়ে তাঁরা বিপাকে পড়েছেন। ফেসবুক তাই জিওর সঙ্গে হাত মিলিয়ে তাঁদের একটা মঞ্চ দেবে।
ডিজিটাল দুনিয়ায় ফেসবুকএবং রিলায়েন্স দু'টিই অন্যতম প্রধান সংস্থা। রিলায়েন্স এখন ভারতে অন্যতম বড় টেলিকম সংস্থা, যাদের গ্রাহক সংখ্যা ৩৮ কোটিরও বেশি। তারা যে দামে পরিষেবা দিচ্ছে, তাতে অন্য বহুজাতিক কোম্পানিগুলি হিমশিম খাচ্ছে। আর ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সব চেয়ে বেশি। ফলে ভারতের বাজার সাকারবার্গের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জিও-র সঙ্গে হাত মেলানোয় ফেসবুকের সুবিধা হবে। আর জিও তার বিপুল পরিমাণ ঋণের বোঝা কিছুটা কমাতে পারবে।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের বিজনেস এডিটর জয়ন্ত রায়চৌধুরি ডয়চে ভেলেকে বলেছেন, ''ভারতে জিও-র মূল প্রতিদ্বন্দ্বী হলো ভোডাফোন ও এয়ারটেল। ভোডাফোনের অবস্থা ভালো নয়। এয়ারটেলও কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। আর টেলিকম কোম্পানি তো এখন শুধু টেলিফোন বা সেলফোন সংযোগ দেয় না, তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম দেয়। তাই জিওর সঙ্গে হাত মিলিয়ে ফেসবুক লাভবান হবে। আর ফেসবুককে সঙ্গে পেয়ে এবং এই বাজারে এত বিপুল পরিমাণ বিনিয়োগ পেয়ে রিলায়েন্সও রীতিমতো লাভবান হবে।''
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)