1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রূপগঞ্জে কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫২

৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুডস কারখানা থেকে আরও ৪৯টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

https://p.dw.com/p/3wFnT
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন শুক্রবার দুপুরে এ তথ্য জানান বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ তিনি বলেন, ‘‘চারটি অ্যাম্বুলেন্সে করে আমরা ৪৯ জনের মৃতদেহ পাঠিয়েছি৷ আমরা চতুর্থ তলা পর্যন্ত যেতে পেরেছি৷ উপরের দুই ফ্লোরে এখনও আগুন জ্বলছে৷ আমাদের কাজ শেষ হয়নি, চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছে না৷’’

Bangladesch Dhaka, Rupganj | Brand der Fabrik Hashem Foods Ltd.
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

নতুন করে ৪৯ জনের মরদেহ পাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫২ জন৷ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন৷ 

রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত বলেন, ‘‘অনেক লাশ শনাক্ত করার মতো অবস্থায় নেই৷ সেগুলো ঢাকা মেডিকেলের ডিএনএ পরীক্ষার জন্য বলা হবে৷’’

আগুন কীভাবে লাগল- সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি৷

Bangladesch Dhaka, Rupganj | Brand der Fabrik Hashem Foods Ltd.
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

কারখানার উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘‘গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য