1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
11 ছবি
মর্তূজা রাশেদ
১৬ জুলাই ২০২১
https://p.dw.com/p/3wZwg

গত ৮ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত উদ্ধারকৃত ৫২ টি মরদেহের মধ্যে ৪৭ টি মরদেহ ই পাওয়া গেছে চতুর্থ তলায়। কেন এক ফ্লোরেই এতো হতাহত জানতে চাওয়া হলে ফ্যাক্টরিটির অপারেটর সুজন মিয়া বলেন, “তৃতীয়-পঞ্চম তলার ফ্লোর ইনচার্জের ভুল নির্দেশনাতেই চতুর্থ তলার কেউ বের হননি, আর নিচ তলার আগুন চারতলা পর্যন্ত পৌঁছাবে এটা কারও ধারণা ছিল না, যার ফলে এক ফ্লোরেই এতো মানুষ মারা গেসে বলে শুনসি।“ ঘটনার সাত দিন পর এই প্রতিবেদক কারখানাটির আশেপাশে বসবাস করা কয়েকজনের সাথে কথা বলেছেন।