রুমানা মঞ্জুরের উপর নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ
১৫ জুন ২০১১ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের উপর তাঁর স্বামীর নির্যাতনের ঘটনা সব কাগজেই ফলাও করে ছাপা হয়েছে৷ সমকালের শিরোনাম, ‘পাষণ্ড স্বামীর বিচার চাই'৷ ‘দৈনিক কালের কণ্ঠ'র সম্পাদকীয়তে পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক, কঠোর শাস্তির দাবি করা হয়েছে৷ আরও লেখা হয়েছে, আজকের দিনে, যখন সমাজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মানুষ – তখন একটি সুশিক্ষিত পরিবারের কোনো নারী সদস্য এভাবে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করবেন কেন? এ লজ্জা শুধু ওই পরিবারটির নয়, এই সমাজের, এই দেশের৷ কিন্তু পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে এখনো অবস্থা অপরিবর্তনীয় রয়ে গেছে বলেই মনে হয়৷ একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় প্রতিবছর ক্ষতির পরিমাণ জিডিপির ২ শতাংশ৷
বাংলাদেশে দুই প্রধান দলের বর্তমান রাজনৈতিক বিরোধের নানা দিক আজকের শিরোনামে প্রতিফলিত হয়েছে৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে, আওয়ামী লীগ জোট সরকারের উপর চাপ বাড়াতে বিরোধী বিএনপি এ মাসের ২৬ ও ২৭ তারিখ ঢাকা থেকে একটি রোডমার্চ শুরু করার পরিকল্পনা করছে৷ আরও জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে না বসার ব্যাপারে আগের সিদ্ধান্তে অনড় আছে দলটি৷ বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বিএনপির পেছনে ফেরার সুযোগ নেই৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে যে অবস্থান দলটি নিয়েছে, তাকে এগিয়ে নিতে হবে৷ দৈনিক সমকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বরাত দিয়ে লিখেছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে সংসদে আসতে বাধ্য হবেন৷ আওয়ামী লীগের ওপর কোনো আঘাত এলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত৷ তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস৷ কারও রক্তচক্ষুকে ভয় পান না তারা৷ দৈনিক ইত্তেফাক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার বরাত দিয়ে লিখেছে, ‘‘আমরা যেন বড় দুটি রাজনৈতিক দলের যাঁতাকলে পড়ে আছি৷ এ দুটি পার্টি অনেক উপরে৷ আর নিচে ছোট ছোট দলগুলো ‘কিলবিল' করছে৷ এ থেকে মুক্ত যেন হতে পারি৷ সেই জন্যে ছোট ছোট দলগুলোকে কীভাবে সহায়তা করতে পারি সেই চেষ্টাই করছি৷''
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী