1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহাল থাকবে নিজামীর ফাঁসি?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ মার্চ ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে৷ সেই রায়েও তার মৃত্যুদণ্ড বহাল আছে৷ তবে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করার কথা জানিয়েছেন নিজামীর আইনজীবী৷

https://p.dw.com/p/1IE53
জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী
ছবি: picture alliance/AP Photo

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মঙ্গলবার রাতেই নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করা হয়৷ এরপর বুধবার সকালে কাশিমপুর কারাগারে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়৷ এ সময় নিজামী কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রিভিউ আবেদন করার কথা জানান৷ নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘‘রায় পর্যালোচনা করে অবশ্যই রিভিউ পিটিশন দায়ের করা হবে৷ যেসব অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, আশা করি রিভিউতে সেসব অভিযোগ থেকে নিজামী খালাস পাবেন৷''

রানা দাশগুপ্ত

ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ডয়চে ভেলেকে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের আগের নজির অনুযায়ী রিভিউ আবেদনের জন্য ১৫ দিন সময় পাবেন নিজামী৷ এই সময়ের মধ্যেই তাকে রিভিউ আবেদন করতে হবে৷ রিভিউ আবেদনে যদি দণ্ড বহাল থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা বা প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি৷ তবে রিভিউ আবেদনের নিষ্পত্তি পর্যন্ত আদালতের আইনি প্রক্রিয়া শেষ৷ বাকিটা সরকার ও কারা প্রশাসনের কাজ৷''

তিনি বলেন, ‘‘শেষ পর্যন্ত যদি প্রাণভিক্ষার আবেদনও খারিজ হয় তাহলে সরকার যে কোনো দিন দণ্ড কার্যকর করতে পারে৷ সাধারণ কারা আইনের নিয়ম হলো, ২১ থেকে ২৭ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়৷ কিন্তু মানবতাবিরোধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়৷ এখানে সরকার যখন খুশি দণ্ড কার্যকর করতে পারে৷''

২০১৪ সালে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগও গত ৬ জানুয়ারি দেয়া এই রায়ে ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বহাল রাখে৷

২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে নিজামী হলেন ষষ্ঠ ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি হলো৷

৭২ বছর বয়সি নিজামী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন৷ বিগত চার দলীয় জোট সরকারের এই মন্ত্রী চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলারও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য