1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রের আবার ধর্ম কিসের? ধর্ম তো মানুষের জন্য

২৩ মার্চ ২০১৬

বাংলাদেশের কি রাষ্ট্রধর্ম থাকা উচিত? এই প্রশ্নের পক্ষে-বিপক্ষে ডয়চে ভেলের ফেসবুক পাতা থেকে পাঠকদের নানারকম মন্তব্য তুলে ধরা হলো৷

https://p.dw.com/p/1II6k
Eid al Fitr Asien Bangladesch Ferien Reise Dritte Welt
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের সংবিধানের মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা৷ কিন্তু ১৯৮৮ সালে এরশাদের শাসনামলে সংবিধানের চরিত্র পাল্টে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়৷ এ ব্যাপারে মোহাম্মদ অনুপম রহমান মনে করেন, আধুনিক বিশ্বে এই সব বিতর্ক বাদ দিয়ে সংবিধান অনুসরণ করা উচিত৷ তাঁর প্রশ্ন রাষ্ট্রের ধর্ম আবার কী?

ইকবাল হোসেন মনে করেন, বাংলাদেশে রাষ্ট্রধর্মের প্রয়োজন নেই৷ কিন্তু বাংলাদেশে জঙ্গি হামলা হোক সেটা তিনিও চান না৷ আর সে কারণেই এই মুহূর্তে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা না করার অনুরোধ করছেন মিডিয়াকে৷

তবে শাকিরা উম্মে শাদে বলছেন, ‘‘রাষ্টধর্ম ইসলাম আছে, থাকবে৷ অযথা বিতর্ক করে দেশে অশান্তি সৃষ্টি যারা করছে, তারা দেশ ও ইসলামের শত্রু৷'' মসুর আহমেদও বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র হিসেবেই দেখতে চান৷

‘‘৯০ শতাংশ মুসলিম যেখানে বাস করে সেখানে অবশ্যই রাষ্ট্রের পরিচয় ইসলাম হবে, এবং সেই রাষ্ট্রের প্রাধানের অনান্য ধর্মের মানুষদের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে নৈতিক দায়িত্ব৷'' বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষে এই যুক্তি দিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক বন্ধু শামসুল হক৷

অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন যুক্তি শরিফুল আলমের৷ তাঁর প্রশ্ন ‘‘রাষ্টভাষা থাকলে রাষ্টধর্ম কেন নয়?''

‘‘রাষ্ট্রের আবার ধর্ম কিসের? ধর্ম তো মানুষের জন্য৷'' রাষ্ট্রধর্ম সম্পর্কে এই ব্যাখ্যা পাঠক ইমনের৷

‘‘ইসলামের ছায়াতলে সকল ধর্মের মানুষ বাস করতে পারে৷ ইসলাম শান্তির ধর্ম৷'' এই মন্তব্য জহুরুল ইসলামের৷

পাঠক নিরব, শেখ ইয়ামিন এবং সোহেল অবশ্য রাষ্ট্রধর্ম থাকার পক্ষেই মত দিয়েছেন৷ পাঠক রূপকও বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই পেতে চান৷

তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ডয়চে ভেলের ফেসবুক বন্ধু বিপ্লবের একদমই পছন্দ নয়৷ তিনি মনে করেন, ‘‘কোনো ধর্ম না থাকলে, দক্ষিণ এশিয়ার মানুষ শান্তিতে থাকতো৷''

আরিফুল ইসলাম আবার কিছুটা দুঃখ করে বলছেন, ‘‘মানুষ বোঝে না, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়৷'' রুবেল ভুইয়াও আরিফুল ইসলামের সাথে একমত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান