1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা

৮ সেপ্টেম্বর ২০২৩

জি২০-র শীর্ষবৈঠকে আসা নেতাদের জন্য নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে থাকবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

https://p.dw.com/p/4W6g0
শেখ হাৈসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে তোলা।
রাষ্ট্রপতি মুর্মুর দেয়া নৈশভোজে দেখা হতে পারে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি: DW/Prabhakar

রোববার এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।

শেষ হাসিনা শুক্রবারই ভারতে এসেছেন। এদিনই তার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। সেখানে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব আছে।

মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)