নির্বাচন কমিশন
৮ ফেব্রুয়ারি ২০১২মঙ্গলবার সন্ধ্যায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নাম প্রস্তাব করেন৷ প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেছেন তারা৷এদের মধ্যে যেকোন একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন৷ আর ৪ জন নির্বাচন কমিশনার পদের জন্য ৮ জনের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি৷ তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব আব্দুল মোবারক, সাবেক আইজিপি হাদিস উদ্দিন, সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহ নেওয়াজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলি, সুপ্রিম কোর্টের সাবেক রেজিষ্ট্রার ফজলুল করিম, ব্রতি'র প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ এবং সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মনসুরুল হক৷ নাম প্রস্তাব করার পর সার্চ কমিটির পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমান ভুইয়া৷
এদিকে বিএনপি বলেছে, সার্চ কমিটির প্রস্তাব একটি নাটক মাত্র৷ তারা এই নির্বাচন কমিশন মানবেন না৷ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আগে তাদের কাছে কোন কিছুই গ্রহণযোগ্য হবেনা৷
প্রধান নির্বাচন কমিশার ড.এটিএম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইন মেয়াদ শেষে গত শনিবার বিদায় নিয়েছেন৷ আরেকজন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নতুন নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হল ভোটার তালিকা তৈরি এবং ইভিএম পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক