রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে শরণার্থী পাঠানোর অভিযোগ
২১ নভেম্বর ২০২৩দক্ষিণ প্রান্তে শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ৷ ঠিক সেই সংকটের সময়ে উত্তরেও এমন অনুপ্রবেশ ঘটলে ইউরোপের উপর আরো চাপ সৃষ্টি করার সুযোগ রয়েছে৷ ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে সেই অভিযোগ করছে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার এই বিশাল স্থল সীমান্তে আশ্রয়প্রার্থীদের সংখ্যা বেড়ে চলেছে৷
শুধু গত গুই সপ্তাহে মূলত, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া ও ইরাক থেকে আসা পাঁচশোরও বেশি আশ্রয়প্রার্থী ফিনল্যান্ডে প্রবেশ করেছে৷ শর্ত পূরণ করতে না পারলে তাদের রাশিয়ায় ফেরত পাঠানোও সম্ভব হচ্ছে না৷ ফলে বাধ্য হয়ে ফিনল্যান্ড সীমান্তে কড়াকড়ি বাড়াচ্ছে৷ আপাতত চারটি অবশিষ্ট সীমান্ত চেকপোস্টের মধ্যে দুটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা যাবে৷ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো প্রয়োজনে আরো পদক্ষেপের ঘোষণা করেছেন৷ তবে শেষ পর্যন্ত স্থলসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কিনা, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি৷
রাশিয়া ইইউ-কে সমস্যায় ফেলতে এমন আচরণ করছে বলে অভিযোগ উঠছে৷ ‘বেলারুশ মডেল' নামে পরিচিত এই কৌশলের আওতায় শরণার্থীদের বিমান বা স্থলপথে ইইউ-র কাছাকাছি এনে তাদের সীমান্ত পেরোতে সহায়তা করা হয়৷ ২০২১ সালে পোল্যান্ড, লিথুয়েনিয়া ও লাটভিয়া বেলারুশের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ করেছিল৷ তাদের মতে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে বিমানযোগে মানুষ এনে তাদের স্থলপথে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরোতে উৎসাহ দিয়েছিল৷
রাশিয়াও বেলারুশের দেখাদেখি এমন কৌশল গ্রহণ করছে, এমন অভিযোগ অবশ্য স্বীকার করতে প্রস্তুত নয় মস্কো৷ সোমবার সে দেশ আনুষ্ঠানিকভাবে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে৷ ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তার সূত্র অনুযায়ী সব বহিরাগত ফিনল্যান্ডে আসতে না চাইলেও রুশ কর্তৃপক্ষ আচমকা গেট বন্ধ করে দেওয়ায় তাদের বাধ্য হয়ে রাজনৈতিক আবেদন করতে হচ্ছে৷
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো পোল্যান্ড সফরে গিয়ে বলেন, শর্ত পূরণে ব্যর্থ আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো অসম্ভব হয়ে উঠেছে৷ ফলে একবার সীমান্ত পেরিয়ে এলেই সেখানে থাকার সুযোগ তৈরি হচ্ছে৷ তিনি শেঙেন এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে ইউরোপীয় স্তরে সাধারণ সমাধানসূত্রের ডাক দেন৷ তার মতে, কোনো দেশের পক্ষে একা এমন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়৷ এর ঠিক পরেই হয়তো প্রতিবেশী কোনো দেশ এমন সমস্যায় পড়তে হবে৷ পোল্যান্ড ফিনল্যান্ডকে এ ক্ষেত্রে সহায়তা দিতে চায়৷
এসবি/কেএম (এএফপি, রয়টার্স)