1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

রাশিয়ার ঘোষণার পর বাইডেন যা বললেন

২৪ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়া কোনো উসকানি ছাড়া, অন্যায্যভাবে ইউক্রেন আক্রমণ করেছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

https://p.dw.com/p/47VOr
ছবি: Alex Brandon/AP/picture alliance

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণার পরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুটিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি 'যুদ্ধ' করবেন। আর এর ফল ভয়ংকর হবে। প্রচুর মানুষ মারা যাবেন। অসংখ্য মানুষ দুর্দশার মধ্যে পড়বেন। আর এই মৃত্যু ও ধ্বংসের দায় নিতে হবে রাশিয়াকেই। বাইডেন বলেছেন, অ্যামেরিকা ও তার শরিক ও সহযোগীরা এক হয়ে নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। গোটা বিশ্ব এই বিপর্যয়ের জন্য রাশিয়াকেই দায়ী করবে।

বাইডেন বলেছেন, ''আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির উপর নজর রাখছি। আমার জাতীয় সুরক্ষা টিমের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছি। আমি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হব। তারপর আমি অ্যামেরিকার নাগরিকদের কাছে আমার কথা বলব। পরবর্তী ঘোষণা করব।''

বাইডেন বলেছেন, ''রাশিয়া যা করেছে তার ফলে বিশ্বজুড়ে শান্তিভঙ্গ হয়েছে। তারা অনাবশ্যকভাবে এই পথ নিয়েছে। আমরা ন্যাটোর শরিক দেশগুলির সঙ্গে কথা বলব। সকলে মিলে একজোট হয়ে সিদ্ধান্ত নেব। ন্যাটোর বিরুদ্ধে কোনো আগ্রাসন যাতে না হয়, সেটা দেখব। এখন জিল ও আমি ইউক্রেনের সাহসী ও গর্বিত মানুষদের জন্য প্রার্থনা করছি।''

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)