1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়া সংকট

১৭ মার্চ ২০১৪

ক্রাইমিয়ার গণভোটে রাশিয়ায় যোগদানের রায়ের বিরোধিতা করছে ইউরোপ সহ পশ্চিমা জগত৷ রাশিয়া ও ক্রাইমিয়ার কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ আরও শাস্তিমূলক পদক্ষেপের কথাও শোনা যাচ্ছে৷

https://p.dw.com/p/1BR8x
সোমবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকছবি: Reuters

ক্রাইমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে আরও সংঘাত অনিবার্য ছিল৷ গণভোটের রায়ের পর রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ ইইউ আপাতত রাশিয়ার ১৩ জন ও ক্রাইমিয়ার ৮ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা করেছে, যাঁরা ইউক্রেনের সার্বভৌমত্ব খর্ব করে এই বিচ্ছিন্নতাবাদী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কয়েকজন উপদেষ্টা, ক্রাইমিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দ এবং ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ তাঁদের মধ্যে রয়েছেন বলে জানা গেছে৷ এর ফলে তাঁরা ইইউ দেশগুলিতে প্রবেশ করতে পারবেন না, সেখানে তাঁদের বিষয়-সম্পত্তিও তাঁদের নাগালের বাইরে চলে যাবে৷

Referendum auf der Krim
ক্রাইমিয়ায় রাশিয়াপন্থিদের উল্লাসছবি: Reuters

লিথুয়েনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী কয়েক দিনে আরও শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করে হবে৷ মার্কিন প্রশাসনও ইইউ-র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কয়েকজন রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীও সোমবারের সিদ্ধান্তকে প্রথম পর্যায়ের শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন৷ ইইউ-র কালো তালিকায় মোট ১২০ থেকে ১৩০টি নাম শোনা যাচ্ছে, যাদের উপরেও নিষেধাজ্ঞা চাপানো যেতে পারে৷

ক্রাইমিয়ার প্রশ্নে ইউরোপ ও অ্যামেরিকা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷ তারা এই গণভোটকে অসাংবিধানিক মনে করে৷ তবে কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্রাইমিয়া থেকে রুশ সৈন্য প্রত্যাহার করে নিলে এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার পথে গেলে রাশিয়ার সঙ্গে একটা রফা সম্ভব হতে পারে৷ রুশ প্রেসিডেন্ট পুটিন অবশ্য কসোভোর দৃষ্টান্ত দেখিয়ে ক্রাইমিয়ার জনগণের সিদ্ধান্তের বৈধতার পক্ষে সওয়াল করে চলেছেন৷

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রশ্নে ইউরোপে কতটা ঐকমত্য দেখা যাবে, সে বিষয়ে কিছু সন্দেহ দেখা যাচ্ছে৷ যেমন ২৮ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে গ্রিস, সাইপ্রাস, ইটালি, স্পেন ও পর্তুগাল রাশিয়ার বিরুদ্ধে এত দ্রুত শাস্তিমূলক পদক্ষেপের পক্ষপাতি নয়৷ তাছাড়া রাশিয়ার সঙ্গে ইউরোপের বিশাল বাণিজ্যিক সম্পর্ক আংশিকভাবে বন্ধ করলেও দুই পক্ষেরই ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য