রামপুরহাট-কাণ্ডে পুলিশকেও জেরা
রামপুরহাটের বগটুই গ্রাম কার্যত ঘিরে রেখেছে সিবিআই। চলছে একের পর এক জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তার আরও দুই।
বগটুইয়ে সিবিআই
বগটুইতে রীতিমতো সক্রিয় সিবিআই। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে তথ্যপ্রমাণ।
এসডিপিও-কে জেরা
এলাকার সাবেক এসডিপিও-কে বুধবার প্রায় চার ঘণ্টা জেরা করেছেন সিবিআইয়ের অফিসাররা। প্রশাসনের উপর রাজনৈতিক চাপ কতটা, তা নিয়ে প্রশ্ন করা হয়েছে।
পুলিশকে জেরা
স্থানীয় থানার সাসপেন্ড হওয়া আইসি-কেও বুধবার জেরা করা হয়েছে। পুলিশকে কারা ফোন করে যেতে নিষেধ করেছিল, সে বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে।
আরো জেরার সম্ভাবনা
পুলিশের আরো উচ্চপদস্থ কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সিবিআই সূত্র জানিয়েছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে সিবিআই।
এখনো পর্যন্ত গ্রেপ্তার আট
বুধবারও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে আটক ব্যক্তিরা পালিয়ে গিয়েছিল।
অনুব্রতের পাশে মুখ্যমন্ত্রী
বগটুই নিয়ে বিজেপি একটি ফ্যাক্ট ফাইন্ডিং ফাইল বানিয়েছে। সেখানে এই ঘটনায় অনুব্রত মন্ডলের প্রত্যক্ষ যোগাযোগের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, বিজেপি সিবিআই-কে প্রভাবিত করার চেষ্টা করছে।
গ্রামে ফিরছেন সকলে
ঘটনার পর কার্যত মানুষশূন্য হয়ে গেছিল বগটুই গ্রাম। অনেকেই প্রাণের ভয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ঘটনার দিন রাতেই পরিস্থিতি আঁচ করে পুরুষরা পালিয়েছিলেন। একে একে সকলেই ফের গ্রামে ফিরছেন।