1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

১ মার্চ ২০২৩

ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। একটি সিলিন্ডারের দাম প্রায় সাড়ে এগারোশ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের।

https://p.dw.com/p/4O64b
রান্নার গ্যাস
ছবি: Subrata Goswami/DW

মঙ্গলবার মধ্যরাতে গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। বাড়িতে ব্যবহার করার সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা। অন্যদিকে, দোকানে-রেস্তোরাঁয় ব্যবহৃত সিলিন্ডারের দাম বেড়েছে একধাক্কায় ৩৫২ টাকা। এর আগে গ্যাসের দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই।

বিভিন্ন রাজ্যে গ্যাসের দামের তারতম্য হয়। ৫০ টাকা বৃদ্ধির পর কলকাতায় এখন একটি সিলিন্ডার কিনতে মধ্যবিত্তকে দিতে হবে ১১২৯ টাকা। দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম পড়বে ১১০৩ টাকা। মুম্বইয়ে দাম দিতে হবে ১১০২টাকা। গত তিন বছরে গ্যাসের দাম ধীরে ধীরে আকাশ ছুঁয়েছে। সাড়ে পাঁচশো টাকা থেকে তা পৌঁছে গেছে ১১০০ টাকায়।

তবে কমার্শিয়াল গ্যাসের দাম যে হারে বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল। একধাক্কায় ৩৫২টাকা বেড়েছে কমার্শিয়াল গ্যাসের একটি সিলিন্ডারের দাম। সাধারণত একটি সিলিন্ডারে ১৯ গ্যাস থাকে। দাম বেড়ে একটি কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে ২২২১ টাকা। দোকানদারদের বক্তব্য, ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে গ্যাসের দাম। এর ফলে সমস্ত খাবারের দাম বাড়িয়ে দিতে হবে বলে তাদের বক্তব্য।

বস্তুত, করোনার পর থেকে ভারতে খাদ্যশস্য, তেল-সহ সমস্ত জিনিসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার বাড়লো গ্যাসের দাম। এর ফলে সমস্ত জিনিসের দাম বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে গ্যাসের দাম বেড়েছিল বলে বিজেপির নেতা-নেত্রীরা গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। এখন তারাই দেশের মন্ত্রী। দামবৃদ্ধি নিয়ে তারা নীরব। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রশ্ন, ''সরকার কি চোখে ঠুলি পরে বসে আছে? কী হারে সমস্ত জিনিসের দাম বাড়ছে, তা কি তারা দেখতে পাচ্ছে না?'' গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। সরব তৃণমূলও।

এসজি/জিএইচ (পিটিআই)