রাজশাহী ও রংপুরে বিএনপির বিজয়: ভোট চলছে খুলনা ও বরিশালে
১৩ জানুয়ারি ২০১১বুধবার অনুষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌর এলাকায় ভোট যুদ্ধে বিরোধী দল বিএনপি এগিয়ে গেছে৷ সবগুলো পৌরসভার প্রাথমিক ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র পদে ৩৪টিতে বিজয়ী হয়েছেন৷ শাসক দল আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে ২৪টিতে ৷ এছাড়া জামায়াত ৫টি, জাতীয় পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৮টিতে মেয়র পদে জয়লাভ করেছে৷
এদিকে, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ ভোট নেয়া হবে টানা বিকেল ৪টা পর্যন্ত৷
চার দফায় দেশের মোট ২৪৩টি পৌর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ঢাকা বিভাগে ১৭ই জানুয়ারি এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ১৮ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷
দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের বুধবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ৷ কনকনে শীতের মধ্যেও বিপুল সংখ্যক ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন৷ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বাকি নির্বাচনও শান্তিপূর্ণ হওয়ার আশা করেছেন৷
জাতীয় সংসদ নির্বাচনের পর পৌর নির্বাচনের এই মর্যাদার লড়াইয়ে রাজশাহী ও রংপুর বিভাগে বিরোধী দল বিএনপি এগিয়ে থাকায় দলের নেতা কর্মীরা বেশ উজ্জীবীত৷ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে এই ফলাফল তার প্রমাণ৷ তাঁর দাবি আওয়ামী লীগ কোন নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে পারেনি৷ তাই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে৷
জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল বলেন, সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনো আসেনি৷ আওয়ামী লীগ তার নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করে যাচ্ছে৷ আর স্থানীয় পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হচ্ছে এটাই বড় কথা৷ এই নির্বাচনে স্থানীয় অনেক ইস্যু কাজ করে৷ তবুও সরকারি দলকে এই নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে৷ আর এই নির্বাচনে এমপি ও দলীয় লোকজনের কাজকর্মের যে প্রভাব পড়ে তাও অস্বীকার করেন না অসীম কুমার উকিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই