1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজশাহী ও রংপুরে বিএনপির বিজয়: ভোট চলছে খুলনা ও বরিশালে

১৩ জানুয়ারি ২০১১

পৌর নির্বাচনে বুধবার প্রথমদিনে রাজশাহী ও রংপুর বিভাগে ভালো করেছেন বিরোধী দল বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা৷ বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভায়৷

https://p.dw.com/p/zwsX
Polls, Bangladesh, first, election, commission, Voting, polling, কনকনে, শীত, বিপুল, সংখ্যক, ভোটার, দীর্ঘ, লাইনে, দাঁড়িয়ে, রাজশাহী, রংপুর, বিএনপি, বিজয়, ভোট, খুলনা, বরিশালে
কনকনে শীতের মধ্যেও বিপুল সংখ্যক ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়েছবি: Mustafiz Mamun

বুধবার অনুষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌর এলাকায় ভোট যুদ্ধে বিরোধী দল বিএনপি এগিয়ে গেছে৷ সবগুলো পৌরসভার প্রাথমিক ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র পদে ৩৪টিতে বিজয়ী হয়েছেন৷ শাসক দল আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে ২৪টিতে ৷ এছাড়া জামায়াত ৫টি, জাতীয় পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৮টিতে মেয়র পদে জয়লাভ করেছে৷

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ ভোট নেয়া হবে টানা বিকেল ৪টা পর্যন্ত৷

চার দফায় দেশের মোট ২৪৩টি পৌর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ঢাকা বিভাগে ১৭ই জানুয়ারি এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ১৮ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷

দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের বুধবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ৷ কনকনে শীতের মধ্যেও বিপুল সংখ্যক ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন৷ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বাকি নির্বাচনও শান্তিপূর্ণ হওয়ার আশা করেছেন৷

জাতীয় সংসদ নির্বাচনের পর পৌর নির্বাচনের এই মর্যাদার লড়াইয়ে রাজশাহী ও রংপুর বিভাগে বিরোধী দল বিএনপি এগিয়ে থাকায় দলের নেতা কর্মীরা বেশ উজ্জীবীত৷ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে এই ফলাফল তার প্রমাণ৷ তাঁর দাবি আওয়ামী লীগ কোন নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে পারেনি৷ তাই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে৷

জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল বলেন, সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনো আসেনি৷ আওয়ামী লীগ তার নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করে যাচ্ছে৷ আর স্থানীয় পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হচ্ছে এটাই বড় কথা৷ এই নির্বাচনে স্থানীয় অনেক ইস্যু কাজ করে৷ তবুও সরকারি দলকে এই নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে৷ আর এই নির্বাচনে এমপি ও দলীয় লোকজনের কাজকর্মের যে প্রভাব পড়ে তাও অস্বীকার করেন না অসীম কুমার উকিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই