রাজভবনে 'পিস হোম', থাকতে পারবেন সন্দেশখালির নারীরা
২০ ফেব্রুয়ারি ২০২৪কলকাতার রাজভবনে তিনটি বড় ঘর সন্দেশখলির নির্যাতিতা নারীদের জন্য রাখা হলো। তার নাম দেয়া হয়েছে 'পিস হোম'।
সন্দেশখালির কোনো নির্যাতিতা নিরাপত্তার অভাব বোধ করলে পিস হোমে থাকতে পারবেন। প্রতিটি ঘরে খাট আছে, টিভি আছে, লেখা বা পড়ার জন্য টেবিল-চেয়ার আছে, বসার জন্য চেয়ার-টেবিল আছে, সোফা আছে। এখানে থাকতে চাইলে আক্রান্তদের রাজভবনের কাছে আবেদন জানাতে হবে।
'এরকম উদ্য়োগ এই প্রথম'
রাজভবনে পঞ্চয়েত নির্বাচনের আগে 'পিস রুম' খোলা হয়েছিল, সেখানে পঞ্চায়েত সংক্রান্ত সহিংসতা বা কোনো ধরনের বেনিয়ম, গন্ডগোলের অভিযোগ করা যেত।
সেই অভিয়োগ পেলে রাজ্যপালের অফিস তা সরকারের কাছে পাঠিয়ে দিত। এভাবে সেই সময় মানুষের অভিযোগ করার একটা জায়গা করে দিয়েছিলেন রাজ্যপাল।
এবার 'পিস হোম' করে নির্যাতিতা নারীদের একটা থাকার ব্যবস্থা করলেন তিনি।
প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, ''এর আগে রাজভবনে পিস হোমের মতো উদ্যোগ কখনো নেয়া হয়নি। এখনো পর্যন্ত একজন নারীও অবশ্য ওই হোমে থাকতে আসেননি।''
রাজ্যপালের বক্তব্য
রাজ্যপাল আনন্দ বোস বলেছেন, ''ভাইয়ের ঘরে বোনেরা সবসময়ই স্বাগত।''
রাজ্যপাল সন্দেশখালিতে গেছিলেন। সেখানে নারীরা তার কাছে নিরাপত্তাহীনতার অভিযোগ করেছিলেন। জানিয়েছিলেন, কীভাবে তাদের নির্যাতন করা হয়েছে। তিনি জানিয়েছিলেন, নারীদের জন্য তিনি কিছু করার চেষ্টা করবেন। 'পিস হোম' করা তারই একটা অঙ্গ।
তৃণমূল বলছে, 'হোটেল রাজভবন'
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ''রাজ্যপাল কী করছেন তার ব্যাপার। কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে 'হোটেল রাজভবন'। তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট করার কাজ করছেন।''
রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে বিজেপি কিছু বলতে চায় না। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ''রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে আমি কিছু বলব না।''
'নারীদের পিস হোমে কতদিন রাখা যাবে?'
রাজভবনে 'পিস হোম' খোলা নিয়ে প্রবীণ সাংবাদিক আশিস গুপ্তা ডিডাব্লিউকে বলেছেন, ''এভাবে সন্দেশখালি থেকে উঠিয়ে এনে নারীদের কতদিন রাজভবনে রাখা যাবে? তারপর তো তাদের আবার সন্দেশখালিতে ফিরতে হবে, তখন কী হবে?''
আশিসের মতে, ''সমস্যাটা হলো আইন-শৃঙ্খলার, গুণ্ডামির, অত্যাচারের, নারী নির্যাতনের। তাকে সেভাবেই মোকাবিলা করতে হবে। এভাবে রাজভবনের তিনটি ঘর খুলে দিয়ে তার কি কোনো সমাধান হতে পারে?''
জিএইচ/কেএম(পিটিআই, ২৪ ঘণ্টা, এবিপি আনন্দ)