1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষ নেতৃত্বে কেন পরিবর্তন আসে না

২০ ডিসেম্বর ২০১৯

বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না৷ আওয়ামী লীগের কাউন্সিলের সময়ে আবারও তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন তারা৷

https://p.dw.com/p/3V9Cb
Bangladesch Fotoreportage von der Nationalversammlung der Awami Liga in Dhaka
ছবি: Asif Mahmud Ove

শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করছেন৷ দেশের বাইরে থাকা অবস্থায় ওই বছর তার অনুপস্থিতিতে তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়৷ ছয় বছরের নির্বাসিত জীবন শেষে তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন৷

আর খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন ১৯৮৪ সাল থেকে৷ ১৯৮৪ সালের ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এবং একই বছরের ১০ মে চেয়াপার্সন হন৷ তিনি কারাগারে থাকায় লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন৷ আর এরশাদ আমৃত্যু জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন৷

এবারের কাউন্সিলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন৷ কিন্তু সাধারণ সম্পাদক কে হবেন তা-ও নির্ধারণ করবেন শেখ হাসিনা৷ দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত কয়েক মাস ধরে তার সাধারণ সম্পাদক পদে থাকা-না-থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘুরেফিরে অনেক কথা বললেও শেষ পর্যন্ত একটি কথাই বলেছেন, ‘‘সাধারণ সম্পাদক কে হবেন সেব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত৷''

গঠনতন্ত্র অনুযায়ী, সারাদেশ থেকে আওয়ামী লীগের ১৫ হাজার কাউন্সিলর নেতৃত্ব নির্বাচন করতে কাউন্সিলে যোগ দিয়েছেন৷ এজন্য আওয়ামী লীগের সিনিয়র নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে প্রধান করে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে৷ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রার্থী নেই৷ ফলে তিনিই সভাপতি থাকছেন৷ আর প্রচলিত ধারায় কাউন্সিলররা সাধারণ সম্পাদকসহ পরবর্তী নেতৃত্ব নির্বাচন করার জন্য শেখ হাসিনাকেই (সভাপতি) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেন৷ এবারও তার ব্যতিক্রম আশা করছেন না কেউ৷ ফলে সভাপতিই পরবর্তী নেতৃত্ব ঠিক করবেন৷

আওয়ামী নেতা-নেত্রীরা বলবেন, সব জানেন প্রধানমন্ত্রী: আফসান

২০১৬ সালে বিএনপির সর্বশেষ কাউন্সিলেও খালেদা জিয়া চেয়ারপার্সন পদে একক প্রার্থী ছিলেন৷ আর মহাসচিবসহ অন্যান্য নেতৃত্বও তার ইচ্ছা অনুযায়ী নির্বাচন করা হয়৷

রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের এই পরিস্থিতি কেন? এর জবাবে রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেন, ‘‘ঐতিহাসিকভাবে সবচেয়ে সবল দল হলো আওয়ামী লীগ৷ সেই আওয়ামী লীগের ভিতরেই নেতা-নেত্রীরা বলবেন, সবকিছু জানেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী আমাদের দেশে সবচেয়ে সবল প্রধানমন্ত্রী৷ কিন্তু দলের ভিতরে দ্বিতীয় কেউ নাই, যে বলতে পারেন, হ্যাঁ, আমি দ্বিতীয়৷ আর সবাই দুর্বল৷ শেখ সাহেবের কাছাকাছি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি কেউ আছে এটা তো খুঁজে পাওয়া যায় না৷''

তার মতে, ‘‘দলের নেতারাও দলের ভেতরে গণতন্ত্র চান না, কারণ, তারা চান কানেকশন৷ তারা যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান সংহত করতে চান৷ কারণ, এখানে মেধার ভিত্তিতে কিছু হয় না, হয় যোগাযোগের ভিত্তিতে৷''

আর বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের চেয়ে সম্ভবত বিএনপির অবস্থা আরো খারাপ৷''

সংকটের সময় প্রবণতা ভাঙার চেষ্টা করা হয়েছে: ইমতিয়াজ

এদিকে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন আরেক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ কিন্তু উপমহাদেশে শুধু বাংলাদেশ নয়, ভারতসহ আরো কয়েকটি দেশে রাজনৈতিক উত্তরাধিকারকে গুরুত্ব দেয়া হয় বলে জানান তিনি৷ তিনি মনে করেন, এর ভালো-খারাপ দুই দিকই আছে৷ খারাপ দিক হলো, নেতৃত্বের বিকাশ ঘটে না৷ তবে অনেক সময় ভুল নেতৃত্ব নির্বাচনের আশঙ্কা থেকে রেহাই পাওয় যায়৷

অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘মাঝেমধ্যে সংকটের সময় এই প্রবণতা ভাঙার চেষ্টা করা হয়েছে৷ নতুন নেতৃত্ব আনার চেষ্টা হয়েছে৷ কিন্তু সফল হয়নি৷ দেখা গেছে আর পুরনো নেতৃত্বের ওপরই নির্ভর করা হয়েছে শেষ পর্যন্ত৷''

তার মতে, এটা যে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের প্রবণতা, তা নয়৷ এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম সবখানেই এক ব্যক্তিনির্ভরতার প্রবণতা৷ এটা একটা সামগ্রিক সংকট৷''

তবে গণতান্ত্রিক বিকাশের জন্য পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে হবে বলে তার অভিমত৷

আর আফসান চৌধুরীর মতে, ‘‘দলের নেতাদের দলের মধ্যে গণতন্ত্র চাইতে হবে৷যারা ধনী,তারা রাজনীতি করেন৷তারা এটা চান তাদের ক্ষমতা ধরে রাখার জন্য৷''

এই অবস্থা যে শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেই, তা নয়৷ রাজনৈতিক দলগুলোর জেলা ও উপজেলা থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব নির্বাচন হয় সিলেকশন পদ্ধতিতে, হয় কেন্দ্রের ইচ্ছায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য