রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন
৭ জুন ২০১১যেসব রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছে শুধু তাদের সঙ্গেই কমিশন সংলাপে বসবে৷ নিবন্ধিত রাজনৈতিক দল মোট ৩৮টি৷ আজ সকালে লিবারেল ডেমাক্র্যাটিক পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে কমিশনের এই সংলাপ শুরু হবে৷ বিকেলে আলোচনা হবে জাতীয় পার্টির সঙ্গে৷ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ভাল ফল পাওয়া গেছে৷ পরবর্তীতে আরো কিছু নির্বাচন পরিচালনা করে কমিশনের মনে হয়েছে যে নির্বাচনী আইনে পরিবর্তন এনে যুগোপযোগী করা প্রয়োজন৷ আর সেজন্যই এই সংলাপ৷
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, নির্বাচনে এখনো বেশিরভাগ ক্ষেত্রেই ভোট গণনার ক্ষেত্রে সহিংস ঘটনা ঘটছে৷ ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করা গেলে এই সহিংসতা থাকবেনা বলে তার মত৷ তিনি বলেন, সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায়না৷ এমনকি একদিনের জন্য হলেও সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারেনা৷ স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সক্ষম হলেও তা কখনোই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হতে পারেনা৷ তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা প্রয়োজন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক