ইটালিতে রাজনৈতিক অচলাবস্থা
২৬ ফেব্রুয়ারি ২০১৩কমিক স্টার বেপ্পে গ্রিল্লো'র পাঁচতারা আন্দোলন যে সর্বাপেক্ষা শক্তিশালী দল হবে, তা কে ভাবতে পেরেছিল? অপরদিকে কোনো গোষ্ঠীই সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ রোমের ইল মেসাজেরো পত্রিকা শীর্ষক করেছে: ‘‘বিজয়ী হল অরাজকতা’’৷
পিয়ের লুইজি বেরসানি'র নেতৃত্বাধীন মধ্য-বাম জোট সংসদের নিম্নকক্ষে জিতেছে মাত্র এক লাখ পঁচিশ হাজার ভোটে৷ তবে তাদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে বৃহত্তম দল হিসেবে বেশ কিছু অতিরিক্ত আসন পাওয়ার কারণে৷
সংসদের উচ্চকক্ষে বা সেনেটে মধ্য-বাম জোটের ১১৯টা আসন পাওয়ার কথা, মধ্য-ডান জোটের ১১৭৷ সেনেটে আসনগুলো বণ্টন হয় অঞ্চলের ভিত্তিতে৷ সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৫৮টি আসনের প্রয়োজন৷
আসল সমস্যা হল, আইন প্রণয়নের জন্য সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকা চাই৷ কাজেই বেরসানি ‘‘জিত'' সত্ত্বেও ‘‘একটি খুব নাজুক পরিস্থিতি''-র কথা বলেছেন৷ কৌতুকাভিনেতা থেকে রাজনীতিক হওয়া গ্রিল্লো আগেই বলেছেন, তিনি কোনো দলের সঙ্গে জোটে যাবেন না৷ সিলভিও বের্লুস্কোনি'র মধ্য-ডান জোটও বেরসানি শিবিরের সঙ্গে আলাপ-আলোচনার কোনো উৎসাহ দেখাচ্ছে না, বরং নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার হুমকি দিয়েছে৷
বলতে কি, গ্রিল্লো'র প্রতিপক্ষরা কেউই এ'ধরণের একটি ‘‘নন-পার্টি'' বা অ-রাজনৈতিক দল যে বিশেষ করে তরুণ ভোটারদের কাছে কতোটা আকর্ষণীয় হতে পারে, তা বুঝে উঠতে পারেনি৷ ইটালির এই ‘‘হতাশ প্রজন্ম'' এখন চাকরি খোঁজা নিয়ে, তাদের নিজেদের ভবিষ্যতের শঙ্কা নিয়ে ব্যস্ত৷ তারাই সংসদের নিম্নকক্ষে গ্রিল্লো'র পাঁচতারা আন্দোলনকে ২৫ দশমিক ৫ শতাংশ ভোট এনে দিয়েছে, অর্থাৎ বেরসানি'র ডেমক্র্যাটিক পার্টির চেয়ে প্রায় এক শতাংশ বেশি৷ বেরসানির গণতান্ত্রিক দলের জোট সহযোগী ছিল বামপন্থি এসইএল দল৷ অন্যভাবে বলতে গেলে, গ্রিল্লো'র দল পেয়েছে সর্বসাকুল্যে ৮৭ লক্ষ ভোট, যা কিনা অন্য যে কোনো দলের চেয়ে বেশি৷
ওদিকে বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্টি, যাঁর মধ্যপন্থি জোট মাত্র দশ শতাংশ ভোট পেয়েছে, তিনি ব্যয়সংকোচের নীতি নিয়ে ইটালির অর্থনীতিকে সামাল দিচ্ছিলেন এবং ইইউ সহযোগীদের সমর্থন পাচ্ছিলেন৷
বের্লুস্কোনি এবার হঠাৎ তাঁর সুর বদলে আভাস দিয়েছেন যে, তিনি বেরসানির মধ্য-বাম জোটের সঙ্গে জোট সরকার গঠনের কথা ভাবতেও পারেন৷ তার কারণ হিসেবে বের্লুস্কোনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ইটালিকে অরাজক অবস্থায় ফেলে রাখলে চলবে না৷ আমাদের ভাবতে হবে৷’’ অপরদিকে তিনি মন্টির জোটের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন৷
এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি)