রাজনীতির ঈদ, নির্বাচনের ঈদ
২৪ জুন ২০১৭ঈদের পর জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন৷ আর এই সংলাপ চলবে টানা নভেম্বর পর্যন্ত৷ গত ২৪ মে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে সংলাপের৷ আর তাতে তারা সাতটি বিষয়েকে সংলাপে অন্তর্ভূক্ত করেছে৷ সীমানা পুনঃনির্ধারণ, আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, নতুন নিবন্ধন, ভোটকেন্দ্র, ইসির সক্ষমতা বাড়ানো ও সবার জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি - এগুলো হলো সংলাপের বিষয়৷ এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবেনা৷ তাই রোডম্যাপে ইভিএম রাখা হয়নি৷
নির্বাচন কমিশনের এই সংলাপে রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজ, গণমাধ্যম, পর্যবেক্ষকরাও অংশ নেবেন৷ শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনের হাওয়া৷ দেড় বছর সময় থাকলেও সব বড় দলই এখন থেকেই নির্বাচনের আগাম কাজ শুরু করে দিয়েছে৷ তাই এবারের ঈদ তাদের কাছে গণসংযোগ শুরুর জন্য অনেক গুরুত্বপূর্ণ৷
এদিকে, এবার পুরো রমজান মাসকে বিএনপি কাজে লাগিয়েছে৷ বিএনপি দলীয় সূত্র জানায় ইফতার পার্টিতে সমমনা দলগুলোকে দাওয়াত দেয়া, কূটনীতিকদের দাওয়াত দেয়া এরই অংশ৷ তারা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে গণসংযোগ করেছে৷ ঈদেও এই ধারা অব্যাহত থাকবে৷ বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের নেতা-কর্মীদের বড় একটি অংশ এরইমধ্যে যার যার এলাকায় চলে গেছেন৷ শুধু নির্বাচনই টার্গেট নয়, আমাদের অনেক নেতা-কর্মী মামলা হামলার শিকার হয়েছেন তাদের পাশে দাড়ানোও আমাদের দায়িত্ব৷''
বিএনপি পুরো রমজান মাসজুড়েই সারাদেশে নানা প্রক্রিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে৷ সাধারণ মানুষকে সহায়তা করা৷ ইফতার করানো এসব কাজ করেছে৷ এর বাইরে ঈদকে সামনে রেখে বড় ধরনের টার্গেটে নিয়েছে৷ তাই যারা সামনের নির্বাচনে মনোনয়ন চান বা আগে এমপি ছিলেন তারা এবার যার যার নির্বাচনী এলাকায়ই ঈদ করবেন৷ শামা ওবায়েদ বলেন, ‘‘ঈদে অনেক বেশি মানুষের সঙ্গে দেখা হয়৷ কথা বলার সুযোগ হয়৷ নেতা-কর্মীরা এই সুযোগকে কাজে লাগাবেন৷ আর এটাতো সব রাজনৈতিক দলই করে৷''
তিনি বলেন, ‘‘আমার নির্বাচনি আসন ফরিদপুর-২৷ আমি রোজার মাসে বেশ কয়েকবার এলাকায় গিয়েছি৷ আর ঈদে এলাকায়ই থাকব৷''
আওয়ামী লীগ এরইমধ্যে প্রার্থী বাছাই শুরু করে দিয়েছে৷ কেন্দ্র থেকে প্রতি আসনে অন্ততঃ তিনজন করে সম্ভাব্য প্রার্থী বাছাই করছেন তারা৷ গত নির্বাচনে যারা এমপি হয়েছেন তাদের একটি অংশ এখন দলীয় নজরদারিতে আছেন৷ তারা ইমেজের উন্নতি ঘটাতে না পারলে সামনের নির্বাচনে মনোনয়ন নাও পেতে পারেন৷ আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের এরইমধ্যে বলেছেন বিভিন্ন সংস্থার রিপোর্টে যাদের অবস্থা নেতিবাচক হবে তাদের মনোনয়ন দেয়া হবেনা৷ আর এরইমধ্যে এটা জানিয়ে দেয়া হয়েছে যে, এবার তরুণ নেতৃত্বের একটা বড় সুযোগ থাকবে৷ এসব কারণে এবার ঈদে আওয়ামী লীগের তৎপরতা অনেক বেশি থাকবে বলে মনে হচ্ছে৷
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের দল থেকেই কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে যে ঈদের সময় এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীরা যেন যার যার এলাকায় থাকেন৷ এরইমধ্যে অনেকেই এলাকায় চলে গেছেন৷ যারা এখনো যাননি তারও যাবেন৷''
তিনি বলেন, ‘‘এর পরের ঈদ হবে নির্বাচনের ঠিক আগে৷ তাই এবারের ঈদটি অনেক গুরুত্বপূর্ণ৷ যারা নির্বাচিত হয়েছেন এবং মনোনয়ন ধরে রাখতে চান, যারা নতুন করে মনোনয়ন চান তারা সবাই এবার ঈদে নিজ নিজ এলাকাকেই গুরুত্ব দিচ্ছেন৷''
তিনি আরো বলেন, ‘‘সামনের নির্বাচনে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেয়া হবে৷ তাই মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক শতাধিক নেতা যার যার এলাকায় রমজানে কাজ করেছেন৷ ঈদেও তারা জনসংযোগ করবেন৷''
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা এরকমই একজন তরুণ নেতা৷ তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি নিয়মিত এলাকায় যাই৷ এখনো এলাকায় আছি৷ ঈদও আমার এলাকায় করবো৷ আমি আমার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গেই ঈদ করব৷ আমি তাদের পাশেই থাকতে চাই৷''
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এই আসন থেকে আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী৷ আশা করি মনোনয়ন পাব৷''
খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় পার্টিও তাদের নেতাদের এলাকায়ই ঈদ করার জন্য নির্দেশনা দিয়েছে৷ এছাড়া জামায়াতসহ আরো অনেক রাজনৈতিক দল এবারের ঈদে আগামী নির্বাচনের জনসংযোগের সুযোগকে হাতছাড়া করবেনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
এদিকে, দক্ষিণের জেলা পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবাদিক দেবদাস মজুমদার ডয়চে ভেলেতে জানান, ‘‘এবার রোজার শুরু থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন৷ তারা ইফতার মাহফিল ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন৷ এখন চলছে ঈদ সামগ্রী বিতরণ৷ তাদের টার্গেট সামনের নির্বাচন৷ আওয়ামী লীগ বা বিএনপি ছাড়াও ছোট ছোট রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশীরাও এখন এলাকায়৷ যারা এখনো আসেননি তারা ঈদের আগে চলে আসবেন৷''