1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাঙামাটিতে পুলিশের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ

৩১ মে ২০২৩

রাঙ্গামাটির জুরাছড়িতে ৯ বছর বয়সি স্কুলশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে৷ এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলামকে ক্লোজ করা হয়েছে৷

https://p.dw.com/p/4S0Ve
রাঙ্গামাটি
ছবি: DW

মামলার অভিযোগে বলা হয়েছে, গত শনিবার (২৭ মে) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথরোধ করে যৌন নির্যাতন করেন কনস্টেবল রবিউল৷

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় কারবারি ও স্কুলের প্রধান শিক্ষক৷ গতকাল সোমবার ওই স্কুলশিক্ষার্থী কনস্টেবল রবিউলকে চিহ্নিত করার পর আজ মঙ্গলবার মামলা হয়েছে৷

এসব তথ্য নিশ্চিত করে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ তাকে ইতোমধ্যে ক্লোজ করে রাঙ্গামাটি সদরে নেওয়া হয়েছে৷'

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী তার বিচার হবে৷'

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)