রাঙামাটিতে পুলিশের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ
৩১ মে ২০২৩বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়েছে, গত শনিবার (২৭ মে) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথরোধ করে যৌন নির্যাতন করেন কনস্টেবল রবিউল৷
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় কারবারি ও স্কুলের প্রধান শিক্ষক৷ গতকাল সোমবার ওই স্কুলশিক্ষার্থী কনস্টেবল রবিউলকে চিহ্নিত করার পর আজ মঙ্গলবার মামলা হয়েছে৷
এসব তথ্য নিশ্চিত করে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ তাকে ইতোমধ্যে ক্লোজ করে রাঙ্গামাটি সদরে নেওয়া হয়েছে৷'
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী তার বিচার হবে৷'
এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)