রাখাইনে পুলিশের ওপর হামলায় নিহত ৯
১১ মার্চ ২০১৯মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ৬০ আরাকান জঙ্গি শনিবার রাতে একটি পুলিশ পোস্টে হামলা চালায়৷ স্কুলের মেট্রিক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের নিরাপত্তায় পুলিশ সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন৷
স্থানীয় পুলিশ কার্যালয়ের ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় নয় পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হওয়ার পাশাপাশি ১২টি অস্ত্রও ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা, যার মধ্যে রয়েছে দশটি বিএ-৬৩ রাইফেল৷ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হালকা ও ভারী অস্ত্র নিয়ে তিন দিক থেকে তারা পুলিশের উপর শক্তিশালী হামলা চালায়৷
গত বছরের জানুয়ারির ৪ তারিখে এক হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত ও নয়জন আহত হওয়ার জের ধরে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে দেশটির সরকার৷ গত আট মার্চ আরেক সংঘর্ষে সরকারি বাহিনীর ১০ সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি, যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি৷
দেশটির সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত প্রতি বছরই বাড়ছে৷ গত জানুয়ারিতে প্রকাশিত মিয়ানমারের সামরিক দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ১৫ বার, ২০১৬ সালে ২৬ বার, ২০১৭ সালে ৫৬ বার ও ২০১৮ সালে মোট ৬১ বার এই বিদ্রোহী গ্রুপের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে৷
২০০৯ প্রতিষ্ঠিত আরাকান আর্মির কয়েক হাজার সশস্ত্র সদস্য রয়েছে৷ কচিনসহ অন্য সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন রাজ্যে তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে৷ বৌদ্ধ অধ্যুষিত রাখাইনে আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে৷ এই অঞ্চলেই দেশটির সেনাবাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সাত লাখ রোহিঙ্গা৷ যার শুরুটাও হয়েছিল পুলিশ বাহিনীর উপর রোহিঙ্গাদের বিদ্রোহী গ্রুপ আরসার এক হামলার ঘটনার পর৷
এফএস/জেডএইচ (এপি)