1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রসায়নে নোবেল পুরস্কার পেলেন যাঁরা

৪ অক্টোবর ২০১৭

ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির বিকাশের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেলেন সুইজারল্যান্ডের জাক দুবোচে, জার্মান বংশোদ্ভূত ইওয়াখিম ফ্রাংক ও স্কটিশ বংশোদ্ভূত রিচার্ড হেন্ডারসন৷

https://p.dw.com/p/2lCfM

ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি নিয়ে যে গবেষণার জন্য এই তিন বিজ্ঞানী রসায়নে ২০১৭ সালের নোবেল পুরস্কারে ভূষিত হলেন, তার কল্যাণে বায়োমলিকিউল-গুলির সরলতর ও উন্নততর ‘ইমেজিং’ সম্ভব হবে৷ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ভাষায়, ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি ‘‘জীবনের মলিকিউলগুলির ইমেজিং করার একটি চতুর পন্থা৷’’

এর ফলে বায়োকেমিস্ট্রি বা প্রাণরসায়নে একটি নতুন যুগ শুরু হবে – বলেছে অ্যাকাডেমি৷

‘‘গবেষকরা এখন বায়োমলিকিউলগুলিকে নড়াচড়ার সময় অর্ধপথে ধরে রাখতে পারবেন ও এমন সব প্রক্রিয়া চাক্ষুষ করতে পারবেন, যা আগে কখনো দেখা হয়নি – যা কিনা জীবনের রসায়নের বুনিয়াদি উপলব্ধি ও ভেষজের বিকাশের জন্য অতীব গুরুত্বপূর্ণ৷’’

ডাইনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে এই পুরস্কার প্রতিষ্ঠা করেন, যার বর্তমান মূল্য ৯০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ৯ লাখ ৪০ হাজার ইউরো কিংবা ১১ লাখ ডলার৷

Nobelpreis Chemie Grafiken
ছবি: The Royal Swedish Academy of Sciences/Johan Jarnestad

২০১৬ সালেও রসায়নের নোবেল পুরস্কার তিন গবেষকের মধ্যে ভাগ করে দেওয়া হয়৷ জঁ-পিয়ের সভাজ, স্যার জে ফ্রেজার স্টডার্ট ও বার্নার্ড এল ফেরিঙ্গা ‘‘মলিকিউলার মেশিন’’-এর নকশা ও সংশ্লেষণের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন৷

সোমবার তিন মার্কিন বিজ্ঞানী জেফ্রে সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল জে ইয়ং-কে ভেষজবিদ্যার নোবেল প্রদান করা হয় মানবশরীরের তথাকথিত ‘বডি ক্লক’ সম্বন্ধে তাঁদের গবেষণার জন্য

Illustration Nobelpreisträger Medizin 2017 ENG

মঙ্গলবার তিন মার্কিন অ্যাস্ট্রোফিজিসিস্ট বা জ্যোতির্বস্তু পদার্থবিদ রেইনার ওয়াইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন আইনস্টাইনের ভবিষ্যদ্বাণীকৃত মাধ্যাকর্ষণ তরঙ্গের অস্তিত্বের প্রমাণ দেবার জন্য৷

Schweden Stockholm Physik-Nobelpreis 2017
ছবি: Getty Images/Molly Riley

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ও শুক্রবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷

এসি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)