1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিন্ট ইস্টউড

৩১ আগস্ট ২০১২

রিপাবলিকানরা মিট রমনিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের জন্য মনোনীত করেছে ঠিকই, তবে সে দলের কনভেনশনে সবার দৃষ্টি কেড়েছেন শক্তিমান হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউড৷

https://p.dw.com/p/161Su
ছবি: Reuters

রমনির প্রতি হলিউড তারকাদের সমর্থন খানিকটা বিরলই বটে৷ কেননা, হলিউডের বড় সমর্থন রয়েছে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি৷ এইতো গত মে মাসে ওবামা'র নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বিশেষ ডিনারের আয়োজন করেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি৷ সেই পার্টিতে হাজির ছিলেন নামজাদা তারকারা৷ সেদিন এক রাতেই ওবামা নির্বাচনী প্রচারণার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহে সমর্থ হন৷

আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী মিট রমনির ক্ষেত্রে হলিউড তারকাদের এত সমর্থন এখনো জোটেনি৷ তবে রিপাবলিকান কনভেনশনে এই ঘাটতি খানিকটা হলেও ঘুচিয়েছেন ক্লিন্ট ইস্টউড৷ মিট রমনির পক্ষে অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ওবামাকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন ইস্টউড৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমানোর ক্ষেত্রে ওবামা'র ব্যর্থতাকে বড় করে উপস্থাপন করেন তিনি৷

ইস্টউড তাঁর বক্তব্য প্রদানকালে মঞ্চে একটি খালি চেয়ারের দিকে ইঙ্গিত করেন৷ সেখানে ওবামা'র কাল্পনিক উপস্থিতি বিবেচনা করে, তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন ইস্টউড৷ এমনকি মাঝে মাঝে অদৃশ্য প্রেসিডেন্টকে ধমক দিতেও কার্পণ্য করেননি তিনি৷

বলাবাহুল্য, ইস্টউডের এই কৌতুকপূর্ণ বক্তব্য অনেকের নজর কেড়েছে৷ তবে তাঁর একটি মন্তব্য পরোক্ষভাবে রমনির পক্ষে গেছে৷ ইস্টউড জানান, ‘তিনি কখনোই অ্যাটর্নিদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির পক্ষে ছিলেন না৷' বলাবাহুল্য, রমনির নিজেরও আইন বিষয়ক ডিগ্রি রয়েছে৷ আর সেটা সম্ভবত জানতেন না ইস্টউড৷

ইস্টউডের বক্তব্যের পর টুইটারে এই বিষয়ক ছবি পোস্ট করেছেন অনেকে৷ কেউ কেউ পাশে একটি খালি চেয়ার রেখে, সেখানে প্রেসিডেন্ট ওবামাকে কল্পনা করে ছবি তুলে তা পোস্ট করেছেন৷

মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করা হয়েছে৷ সেখানে একটি চেয়ারের ছবি প্রকাশ করা হয়েছে, যার পেছনে লেখা রয়েছে ‘দ্য প্রেসিডেন্ট'৷ ছবির সঙ্গে একটি মন্তব্যও জুড়ে দেওয়া হয়েছে, ‘আসনটি গ্রহণ করা হয়েছে'৷

এআই/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য