ক্লিন্ট ইস্টউড
৩১ আগস্ট ২০১২রমনির প্রতি হলিউড তারকাদের সমর্থন খানিকটা বিরলই বটে৷ কেননা, হলিউডের বড় সমর্থন রয়েছে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি৷ এইতো গত মে মাসে ওবামা'র নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বিশেষ ডিনারের আয়োজন করেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি৷ সেই পার্টিতে হাজির ছিলেন নামজাদা তারকারা৷ সেদিন এক রাতেই ওবামা নির্বাচনী প্রচারণার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহে সমর্থ হন৷
আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী মিট রমনির ক্ষেত্রে হলিউড তারকাদের এত সমর্থন এখনো জোটেনি৷ তবে রিপাবলিকান কনভেনশনে এই ঘাটতি খানিকটা হলেও ঘুচিয়েছেন ক্লিন্ট ইস্টউড৷ মিট রমনির পক্ষে অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ওবামাকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন ইস্টউড৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমানোর ক্ষেত্রে ওবামা'র ব্যর্থতাকে বড় করে উপস্থাপন করেন তিনি৷
ইস্টউড তাঁর বক্তব্য প্রদানকালে মঞ্চে একটি খালি চেয়ারের দিকে ইঙ্গিত করেন৷ সেখানে ওবামা'র কাল্পনিক উপস্থিতি বিবেচনা করে, তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন ইস্টউড৷ এমনকি মাঝে মাঝে অদৃশ্য প্রেসিডেন্টকে ধমক দিতেও কার্পণ্য করেননি তিনি৷
বলাবাহুল্য, ইস্টউডের এই কৌতুকপূর্ণ বক্তব্য অনেকের নজর কেড়েছে৷ তবে তাঁর একটি মন্তব্য পরোক্ষভাবে রমনির পক্ষে গেছে৷ ইস্টউড জানান, ‘তিনি কখনোই অ্যাটর্নিদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টির পক্ষে ছিলেন না৷' বলাবাহুল্য, রমনির নিজেরও আইন বিষয়ক ডিগ্রি রয়েছে৷ আর সেটা সম্ভবত জানতেন না ইস্টউড৷
ইস্টউডের বক্তব্যের পর টুইটারে এই বিষয়ক ছবি পোস্ট করেছেন অনেকে৷ কেউ কেউ পাশে একটি খালি চেয়ার রেখে, সেখানে প্রেসিডেন্ট ওবামাকে কল্পনা করে ছবি তুলে তা পোস্ট করেছেন৷
মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করা হয়েছে৷ সেখানে একটি চেয়ারের ছবি প্রকাশ করা হয়েছে, যার পেছনে লেখা রয়েছে ‘দ্য প্রেসিডেন্ট'৷ ছবির সঙ্গে একটি মন্তব্যও জুড়ে দেওয়া হয়েছে, ‘আসনটি গ্রহণ করা হয়েছে'৷
এআই/এসবি (রয়টার্স)