‘জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন রবি’
১৩ ডিসেম্বর ২০১২কোনো কোনো মানুষ যে কোনো সীমানা ছাড়িয়ে যেতে পারেন অবলীলায়৷ ওস্তাদ আলাউদ্দীন খানের শিষ্য হয়ে, সেতার হাতে নিয়ে সংগীতে দেশ-কালের সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন পণ্ডিত রবি শঙ্কর৷ সেখানে তিনি একা নন৷ সেতারে তিনি, সরোদে, সন্তুরে, তবলায়, বেহালায়, জলতরঙ্গে তো অন্য কেউ৷ সেই ভীড়েও বাংলাদেশের কাছে রবি শঙ্কর এক ও অনন্য৷ একাত্তরে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা ভোলে কী করে বাংলাদেশ!
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের সেই যুদ্ধে এক অর্থে কিন্তু রবি শঙ্করের সহযোদ্ধাই৷ সেতারের শেষ কথা রবি শঙ্কর সারা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন মুক্তিকামী বাঙ্গালিদের কথা৷ পাক বাহিনীর হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্বিচারে বাড়ি-ঘর পোড়ানো- সব খবরই বিশ্বের তাবৎ মানবতাবাদীর অন্তরের অন্দরে নিয়ে যেতে বড় সহায়ক হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ'৷ পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার কথা বিশ্ববাসীকে জানাতে, জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতে তাঁর ডাকেই ছুটে এসেছিলেন জর্জ হ্যারিসন৷ দু'জনের উদ্যোগে ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ'৷
বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে ৪১ বছর আগের সেই কনসার্ট৷ সেখানে সরোদের ওস্তাদ আলী আকবর খানের সঙ্গে রবি শঙ্কর বাজিয়েছিলেন ‘বাংলার ধুন'৷ জোয়ান বায়েজ শুনিয়েছিলেন ‘স্টোরি অফ বাংলাদেশ'৷ হ্যারিসন গেয়েছিলেন বাংলাদেশের মানুষের হৃদয়ে ঠাঁই করে নেয়া ‘বাংলদেশ' গানটি৷ কনসার্ট ফর বাংলাদেশের সুবাদে হ্যারিসন, বায়েজ, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল নামগুলোও যে দক্ষিণ এশিয়ার একটি দেশে স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা পায় সে তো রবি শঙ্করের কারণেই!
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে অন্য একটি বিষয়ও তুলে ধরেছেন আলী যাকের৷ তিনি যেমন হাতে অস্ত্র না নিয়েও মুক্তিযোদ্ধা, রবি শঙ্করও তাই- এ কথা কে না জানেন! তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগানো আলী যাকেররা মুক্তিযুদ্ধের সময় প্রেরণা পেয়েছেন রবি শঙ্করের কাছ থেকে - এটা কি কখনো ভেবে দেখেছেন? রবি শঙ্কর-জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ' যে যুদ্ধক্ষেত্র থেকে জয় আসার অনেক আগেই কূটনীতিক ক্ষেত্রে জিতিয়ে দিয়েছিল বাংলাদেশকে সেটাই বা জানি ক'জন! সাক্ষাৎকারে রবি শঙ্করকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন অনেক কথাই বলেছেন আলী যাকের৷