রপ্তানিকারক দেশ হিসেবে প্রয়োজন বিভিন্ন ধরণের পণ্য: বিজিসিসিআই সভাপতি
৮ নভেম্বর ২০১১ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে জার্মান বিনিয়োগের নানা দিকের ওপর আলোকপাত করেন জার্মান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনডাস্ট্রি - বিজিসিসিআই'এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম৷
বিজিসিসিআই'এর উদ্যোগে আয়োজিত এই বিনিয়োগ ফোরামে অংশ নেন জার্মানি ও বাংলাদেশের ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা৷ উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷
এই ফোরামের বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ করতে গিয়ে মোঃ সাইফুল ইসলাম বলেন, এবারকার এই ফোরামে ১৫০টির মত জার্মান কোম্পানির প্রতিনিধি উপস্থিত থেকেছেন৷ বিনিয়োগে তাদের সবিশেষ আগ্রহের কথা জানিয়েছেন৷ ফোরামের আলোচনার মধ্য দিয়ে তারা ছোটখাটো যে-সব বাধা আছে বলে তারা মনে করেন, সেগুলো সমাধানের সূত্রও সরাসরি পেয়ে গেছেন খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে৷
মোঃ সাইফুল ইসলাম স্বীকার করেন যে, রপ্তানির ক্ষেত্রে শুধু তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর করে থাকলে চলবেনা৷ তিনি অবশ্য বলেন যে, দেশের শিল্পখাত প্রসারিত হচ্ছে৷ ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, প্রিন্টিং মেটিরিয়াল-এর মত খাতও গুরুত্ব পাচ্ছে এখন৷ বাংলাদেশে তৈরি ছ'টি জাহাজ এপর্যন্ত জার্মানিতে এসে পৌঁছেছে বলে তিনি জানান৷ বিজিসিসিআই সভাপতি বলেন, এইসব জাহাজের গুণগত মান ও চারিত্রিক বৈশিষ্ট্য দেখে জার্মান ক্রেতারা খুবই খুশি৷ জার্মানিতে বাংলাদেশের প্রিন্টিং মেটিরিয়াল রপ্তানির বড় রকমের সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন৷
বাংলাদেশে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ভাল দিকগুলোর দিকে সম্ভাব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করতে হবে৷ তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের কাজে জার্মান বিনিয়োগকারীরা সন্তুষ্ট৷ কেননা তারা দ্রুত শিখে নিতে পারেন এবং নতুন কিছু শিখতে আগ্রহী৷ তারা আশা, চীন ও ভারতের মত বাংলাদেশও একদিন হয়ে উঠবে শিল্পোৎপাদনের এক কেন্দ্র৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন