1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিনা টার্নার

মারুফ আহমদ২২ নভেম্বর ২০১২

পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই মার্কিন সংগীত তারকা পেয়ে আসছেন বিপুল সাফল্য ও জনপ্রিয়তা৷ ২৬শে নভেম্বর এই ‘রক আইকন’-এর ৭৩তম জন্ম বার্ষিকী৷

https://p.dw.com/p/16nrN
ছবি: Fotolia/Anastasija Dracova

বলা যায় রক সংগীতের ইতিহাসে, বিশেষ করে বিংশ ও একবিংশ শতাব্দিতে টিনা টার্নারই সবচেয়ে দীর্ঘস্থায়ী সফল নারী রক সংগীত শিল্পী৷ ষাটের দশকের শুরু থেকেই ‘আইকে অ্যান্ড টিনা টার্নার রিভিউ' গোষ্ঠী নিয়ে সংগীত জগতে তাঁর জয়যাত্রা৷ এই গোষ্ঠীর পরিবেশনায় ‘রিভার ডিপ, মাউন্টেন হাই' গানটি তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

তারপর থেকে অসংখ্য অ্যালবাম ও কনসার্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক রক সংগীতাঙ্গনে বিশেষ স্থান করে নেন টিনা৷ সত্তরের মাঝামাঝি সময় থেকেই অভিনেত্রী হিসেবেও তিনি পান বিশেষ সমাদর৷ উল্লেখযোগ্য, ৮৫ সালের বক্স অফিস হিট ‘মেড ম্যাক্স' ছায়াছবি৷ এই ছবির প্রধান মহিলা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন তিনি৷ তাঁরই গাওয়া এ ছবির হিট গান ‘উই ডোন্ট নিড অ্যানাদার হিরো'৷

70 Geburtstag von Tina Turner Flash-Galerie
টিনা টার্নারছবি: AP

তাঁর আসল নাম আনা মেই বুলোক৷ জন্ম ১৯৩৯ সালে টেনেসির ব্রাউনসভিলে৷ ছোটবেলা থেকেই গান গাইতে আগ্রহী ছিলেন৷ স্কুল জীবনে তিনি ছিলেন ‘আর অ্যন্ড বি' সংগীতের অনুরাগী৷ সেন্ট লুইসে হাই স্কুল শেষ করার পর ১৯৫৮ সালে তাঁর পরিচয় হয় সংগীত শিল্পী আইকে টার্নার ও তাঁর ব্যান্ড ‘কিংস অফ রিডেম'-এর সাথে এবং এই গোষ্ঠীর নেপথ্য শিল্পী হিসেবে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ কিছুকাল পরই আইকে তাঁকে এই গোষ্ঠীর প্রধান গায়িকা হিসেবে নির্বাচন করেন এবং আনা, নামগ্রহণ করেন টিনা টার্নার৷ ‘কিংস অফ রিডেম' ব্যান্ডের নতুন নাম হয় ‘আইকে আন্ড টিনা টার্নার রিভিউ'৷ আইকে ও টিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ বেশ কটি অ্যালবাম ও কনসার্টের মধ্য দিয়ে এই জুটি জয় করেন বিপুল জনপ্রিয়তা৷ কিন্তু এই দাম্পত্য জীবন সুখের হয়নি৷ সত্তরের শেষার্ধে ভেঙে যায় এই বন্ধন৷ টিনা শুরু করেন তাঁর একক ক্যারিয়ার৷ ৮৪ সালে তাঁর অ্যালবাম ‘প্রাইভেট ডেন্সার' তাঁকে এনে দেয় বিশ্বখ্যাতি৷

আজও ‘কুইন অফ রক অ্যান্ড রোল' হিসেবে খ্যাত টিনা টার্নারের সাফল্য ও জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ আজও রক সংগীতের অঙ্গনে রয়েছে তাঁর সজীব পদচারণা৷ ১৮ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ‘রক অ্যান্ড রোল হল অফ ফ্যাম'-এ অভিষিক্ত হওয়া ছাড়াও সাতবার গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন ‘রক-আইকন' টিনা টার্নার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য