রওশনের নেতৃত্বে নির্বাচনে জাপা
২২ ডিসেম্বর ২০১৩এদিকে কাজী জাফর আহমেদের নেতৃত্বে নতুন এক জাতীয় পার্টি যাত্রা শুরু করেছে – যারা নির্বাচনের বাইরে থেকে বিরোধী দলের আন্দোলনকে সমর্থন দিয়েছে৷
শনিবার দুপুরে রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন জাপা'র প্রেসিডিয়াম সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু৷ এরপর তিনি বাইরে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে৷ তিনি সাংবাদিকদের জানান, ‘‘আমরা মনে করি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে যাওয়া দরকার৷ তাই আমাদের ম্যাডাম রওশন এরশাদসহ আমরা ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি৷'' তবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে এরশাদের অনুমতি আছে কিনা, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি৷
এদিকে এই ঘটনার পর জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের মুখোমুখি হননি৷ তিনি বিকেল ৩টার দিকে তাঁর গুলশানের নিজ বাসায় এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন৷ বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সাংবাদিকদের কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে যান৷ পরে সাংবাদিকরা তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘‘আলাপ আলোচনা করি, পরে কথা বলব৷'' ডয়চে ভেলের পক্ষ থেকে আরো পরে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি৷
রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাওয়ার ব্যাপারে এরশাদের ভাই ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তিনি বলেন, ‘‘এবিষয়ে আমি কিছু জানি না, এই মূহূর্তে কোনো মন্তব্য নয়৷'' তবে একদিন আগে শুক্রবার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, নির্বাচনে না যাওয়ার ব্যাপারে এরশাদ এখনো অনড় আছেন৷ দলটির অবস্থান সম্পর্কে তিনি এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়া আর কারোর কথা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছিলেন তিনি৷
তবে বৃহস্পতিবার দলের আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, এরশাদের অনুমতি নিয়েই জাতীয় পার্টি রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে৷ তবে তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানান অপর দুই প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন ও আহসান হাবিব লিংকন৷ আর শনিবার সন্ধ্যায় কাজী ফিরোজ রশীদের সঙ্গে ডয়চে ভেলে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘আমি কথা বলতে পারব না, ব্যস্ত আছি৷''
এদিকে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদকে চেয়ারম্যান করে নতুন এক জাতীয় পার্টি যাত্রা শুরু করেছে৷ কাজী জাফর বলেছেন তাঁর নেতৃত্বে জাতীয় পার্টিই আসল জাতীয় পার্টি৷ তিনি নির্বাচন বর্জন এবং বিএনপি'র নেতৃত্বে বিরোধী ১৮ দলের আন্দোলনকে সমর্থন দিয়েছেন৷ কাজী জাফর শুক্রবার তাঁর নতুন জাতীয় পার্টির সম্মেলনে বলেছেন, এরশাদ আসলে নাটক করছেন৷ তিনি হাসপাতালে থাকলেও তাঁর লোকজনের সঙ্গে নিয়মিত বৈঠক এবং দেখা সাক্ষাৎ করছেন৷ এর আগে এরশাদ এবং কাজী জাফর পরস্পর পরস্পরকে দল থেকে বহিষ্কার করেন৷
এরশাদ প্রথমে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে কয়েকদিন পর নির্বাচন বয়কটের ঘোষণা দেন৷ এরপরই ১৩ ডিসেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন৷ শোনা যাচ্ছিল এরশাদকে বিদেশে পাঠানো হচ্ছে৷ এখনো তিনি সিএমএইচে থাকলেও তাঁর নতুন মুখপাত্র ববি হাজ্জাজকে দেশ ছাড়তে হয়েছে৷ আর এখন দলের শীর্ষ নেতারা নানামুখী কথা বলছেন এবং সবাই দাবি করছেন, এতে এরশাদের অনুমতি আছে৷ ইতিমধ্যেই জাতীয় পার্টির ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপিও নির্বাচিত হয়েছেন৷