1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানির প্রতিবাদ

আরাফাতুল ইসলাম৮ অক্টোবর ২০১৪

যৌন হয়রানির প্রতিবাদে টুইটারে বিভিন্ন মন্তব্য, ছবি প্রকাশ করা হচ্ছে ইংরেজিতে #সেক্সুয়ালহ্যারাসমেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করে৷ এতে বাংলাদেশসহ গোটা বিশ্বে যৌন হয়রানি একটি চিত্র ফুটে উঠেছে৷

https://p.dw.com/p/1DRzX
Symbolbild sexuelle Belästigung am Arbeitsplatz
প্রতীকী ছবিছবি: Dan Race - Fotolia.com

জাতিসংঘের লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক দপ্তর থেকে বুধবার জানানো হয়েছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি কমানোর লক্ষ্যে ভারত ও বাংলাদেশের কয়েক হাজার পোশাক শ্রমিকের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে৷

একই ধরনের একটি টুইট করা হয়েছে ‘সে নো - ইউনাইট' টুইটার অ্যাকাউন্ট থেকেও৷ নারীর প্রতি সহিংসতা বন্ধে সোশ্যাল মিডিয়ায় জাতিসংঘের প্রচারণায় ব্যবহার করা হয় এই অ্যাকাউন্টটি৷

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানির ঘটনা গোটা বিশ্বেই ঘটছে৷ শ্রমিকদের অধিকার বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন সম্প্রতি জানিয়েছে, রেস্তোরাঁয় বকশিশ নির্ভর কাজ করা ওয়েট্রেস বা পরিচারিকারা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন৷ মূলত বকশিশের উপর তাঁদের জীবিকা নির্ভর করায় অনেকক্ষেত্রে এসব বিষয় চেপে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা৷

রাস্তায় হয়রানি বন্ধের একটি প্রচারণার প্রতিষ্ঠাতা হোলি কার্ল এই বিষয়ে টুইটারে জানিয়েছেন, বখশিশ নির্ভর রেস্তোরাঁ কর্মীদের ৯০ শতাংশই যৌন হয়রানির শিকার হচ্ছেন৷ এটা তিনি বিশ্বাস করেন৷

#সেক্সুয়ালহ্যারাসমেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করে এরকম অসংখ্য মন্তব্য করা হয়েছে৷ ‘আই উইল নট বি কোয়াইট' নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে যৌন হয়রানির প্রতিবাদ করতে নারীদের উৎসাহ দেয়া হয়েছে৷ সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে যাতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলে করণীয় কি তা রয়েছে৷

প্রিয় পাঠক, আপনি কিংবা আপনার পরিচিত কেউ কি কখনো কর্মক্ষেত্রে হয়রানির শিকার হয়েছেন? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷ আপনি চাইলে এক্ষেত্রে ছদ্মনামও মন্তব্য করতে পারেন৷