যেভাবে ২০২৩ কে স্বাগত জানালো বিশ্ব
মহামারির ধাক্কা কাটিয়ে এবার প্রথমবারের মতো পূর্ণোদ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের নানা দেশ৷ মধ্যরাতে আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে বড় বড় শহরগুলো৷ দেখুন ছবিঘরে...
নয়নাভিরাম সিডনি
বারোটা পেরুতেই অপেরা হাউস আর হারবার ব্রিজের সামনে শুরু হয় আতশবাজি৷ নয়নাভিরাম সেই আলোর খেলা দেখতে হাজির হন হাজারো সিডনিবাসী৷
চীনে লাইট শো
পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইর আকাশে চলে লাইট শো৷ আলো দিয়ে আকাশের গায়ে লেখা হয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর বার্তা৷
সিউলে প্রার্থনা
বছরের শেষ দিনে সূর্যাস্তের পর আলোকিত হয়ে ওঠে কোরিয়ার মন্দিরগুলো৷ নতুন বছরের জন্য মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা জানান মানুষ৷
অপূর্ব ম্যানিলা
ফিলিপিন্সের ম্যানিলায় জোন্স ব্রিজের উপরে চলে অপূর্ব আতশবাজির প্রদর্শনী৷
দুবাইর আকর্ষণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইর প্রধান আকর্ষণ সুউচ্চ ভবন বুর্জ আল খলিফা৷ বরাবরের মতোই ভবনটি ঘিরে আতশবাজি ছিল দেখার মতো৷
কারফিউতে ইউক্রেন
শান্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানাতে চেয়েছিল ইউক্রেনবাসী৷ তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি৷ রাশিয়ার বোমা হামলায় রাতেই কারফিউ জারি হয় কিয়েভে৷
লোকারণ্য প্যারিস
মহামারিকে পেছনে ফেলে উৎসবে মেতে ওঠে ফ্রান্সের রাজধানী প্যারিস৷ বারোটা বাজার আগেই লোকারণ্য হয়ে ওঠে শঁজ এলিজি এভিনিউ৷
প্রাগে আলোর বন্যা
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চলে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব৷ মধ্যরাতে উৎসবে বর্ণিল হয়ে ওঠে ঐতিহাসিক এই শহর৷
নীল নদে উৎসব
কায়রোতে নীল নদকে ঘিরে চলে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব৷ নৌকায় চড়ে আতশবাজি উপভোগ করেন মানুষ৷
অসলোর অপেরায়
স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ের রাজধানী অসলোতে চলে মনোমুগ্ধ আতশবাজি৷ মূল আকর্ষণ ছিল অপরা হাউসকে ঘিরে৷
চোখ ধাঁধানো টাইম স্কয়ার
ঘড়ির কাটা বারোটা পেরুতেই চোখ ধাঁধানো আলোর খেলা শুরু হয় লন্ডনের টাইম স্কয়ারে৷
ব্রান্ডেনবুর্গার ফটকে কনসার্ট
ব্রান্ডেনবুর্গার গেইটে আতশবাজির মধ্য দিয়ে ২০২৩ সালকে স্বাগত জানায় বার্লিনবাসী৷ চলে কনসার্টও৷ ‘স্করপিয়ান্সের’ পরিবেশনায় মেতে ওঠেন মানুষ৷
কোপাকাবানা সৈকতে
পেলেকে হারানোর শোক কাটিয়ে নতুন বছরের আনন্দ উদযাপন করেছেন ব্রাজিলবাসীও৷ এই দৃশ্য রিও ডি জেনেইরোর কাকাকাবানা সৈকতে৷
পুরনো রূপে টাইমস স্কয়ার
করোনা কাটিয়ে আগের রূপে ফিরেছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন৷