যেভাবে নববর্ষ উদযাপন করলেন ইহুদিরা
হ্যাঁ, সেপ্টেম্বরেই রোস হাসানাহ, অর্থাৎ নিজেদের নববর্ষ উদযাপন করেন ইহুদিরা৷ এ বছর ১৮ সেপ্টেম্বরের সুর্যাস্ত থেকে ২০ সেপ্টেম্বর রাত পর্যন্ত কিভাবে উৎসবটি পালন করা হয়েছে, দেখুন ছবিঘরে...
রোস হাসনাহ কী?
ইহুদিদের বিশ্বাস, এ দিনেই পৃথিবী সৃষ্টি করেছিলেন ঈশ্বর৷ আদম আর হাওয়াকে পাঠিয়েছিলেন পৃথিবীতে৷ সেই উপলক্ষকে সামনে রেখেই নববর্ষ উদযাপনের সূচনা হয়৷
সোফারের ধ্বনিতে
রোস হাসানাহ উদযাপনের অন্যতম অনুসঙ্গ সোফার বাজানো৷ এটি ভেড়ার সিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র৷ জানা যায়, যুদ্ধের ধ্বনি হিসেবে একসময় ইহুদিরা এটি ব্যবহার করলেও পরে ধর্মীয় উৎসবেও যুক্ত হয় এটি৷ ছবিতে, রোস হাসানাহ উপলক্ষ্যে টরন্টোর রাস্তায় বিশাল স্ক্রিনে দেখানো হচ্ছে সোফার বাজানো৷
ধর্মগুরুদের ব্যস্ততা
দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেন ধর্মগুরুরা৷ দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনায় জড়ো হয়েছেন ইউক্রেনের ধর্মপ্রাণ ইহুদিরা৷
টোরাহ সরবরাহ
হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি খণ্ডকে বলা হয় টোরাহ৷ ধারণা করা হয়, এ বইগুলো মুসা নবির সময়ে লেখা৷ এ দিনটি ইহুদিদের ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত হওয়ায় অনেকেই টোরাহ পাঠ করে থাকেন৷ ছবিতে দেখা যাচ্ছে মোটরসাইকেলে করে টোরাহ পৌঁছে দিচ্ছেন সরবরাহকারীরা৷
সমুদ্রের তীরে উদযাপন
তেল আবিবে ভূমধ্যসাগরের তীরে তাসলিখ নামে একটি রীতি পালন করছেন ইহুদিরা৷ এর মাধ্যমে প্রতীকীভাবে নিজেদের পাপ মোচন করা হয়৷
প্রিয় পোষা প্রাণীরও উৎসব
নিজের পোষা কুকুরটিকে এভাবে সাজিয়ে উৎসব উদযাপনে বেরিয়েছেন একজন৷ সাত মাস বয়সি কুকুর রকি কেল লেভের মাথায় কিপা আর গায়ে বাহারি চাদর!
করোনা সতর্কতা
ঐতিহ্যবাহী এ দিনটি সাড়ম্বরে পালন করলেও করোনা সতর্কতার বিষয়টি ভোলেননি কেউ৷ মাস্ক পরেই নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাই৷