1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায় বিএনপি: সুরঞ্জিত

১৩ আগস্ট ২০১১

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগ নয় বিএনপি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চায়না৷ কারণ তারা একদিকে তত্ত্বাবধায়ক সরকার চায় আর অন্যদিকে নির্বাচন কমিশনের বৈঠকে যায়না তারা৷

https://p.dw.com/p/12Fo1
সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

নির্বাচনী আইন সংস্কারে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কথা এভাবেই একদিন আগে প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা৷ তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নানা টালবাহানা করছে৷ এর জাবাবে আওয়ামী লীগ নেতা এবং আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সব সময় সহযোগিতা দিয়েছে৷ প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবে সমর্থন দিয়েছে৷ তাদের পক্ষ থেকে অসযোগিতা বা টালবাহানার কোন নজির নেই৷

তিনি দাবি করেন, অসহেযাগিতা করছে বিএনপি৷ বিএনপি'কে বার বার আমন্ত্রণ জানানোর পরও তারা কমিশনের বেঠকে যায়নি৷ কারণ তারা শক্তিশালী নির্বাচন কমিশন চায়না৷ তারা চায় যেনতেনভাবে ক্ষমতায় যেতে৷ তিনি বলেন, একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি, আপরদিকে শক্তিশালী নির্বাচন কমিশনের বিরোধিতা - বিএনপি'কে এই সাংঘর্ষিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে৷

বিএনপি অবশ্য গোড়া থেকেই বলে আসছে যে এই নির্বাচন কমিশনের ওপর তাদের কোনো আস্থা নেই৷ তাই তারা সংলাপে যায়নি৷ আর ভবিষ্যতে এই কমিশনের সঙ্গে কোনো আলাপ আলোচনায়ও যাবেনা তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ