যে মেলায় ঘোড়া খেলা দেখায়, শূকর গায় গান
যুক্তরাষ্ট্রের এ এক অদ্ভুত আনন্দমেলা৷ সেখানে কৃষকরা হাজির হন তাদের সেরা কৃষিপণ্য নিয়ে, কেউ যান পোষা প্রাণী নিয়ে৷ বসে গানের মেলা৷ এমনকি শূকরও পায় গানের অনুরোধ...
মেলায় তামাক গাছ!
যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ এখনো কমেনি৷ তা সত্ত্বওে লুইসভিলে শুরু হয়েছে ১১৭তম কেন্টাকি স্টেট ফেয়ার৷ অনেক দিন পর আনন্দ করার সুযোগ পেয়ে অনেকেই ভিড় করছেন সেখানে৷ তবে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে৷ মেলায় নিজের ক্ষেত থেকে তামাক গাছ নিয়ে এসেছিলেন এক কৃষক৷ কৌতূহলি দর্শকের তা দৃষ্টি এড়ায়নি৷
লামার আকর্ষণে
দুটো লামা নিয়ে এসেছিলেন কোনো এক পশুপ্রেমী৷ লামা যুগলকে দেখতে বিশেষত শিশুরাই ভিড় জমায় বেশি৷
বিশাল তরমুজ
নিজের ক্ষেত থেকে বিশাল এক তরমুজ নিয়ে এসেছিলেন এক কৃষক৷ দেখুন সেই তরমুজ দেখতে চারপাশে কত মানুষের ভিড়৷
মজার রাইড
মেলায় ছিল ট্রাকটরের ইঞ্জিন লাগানো অদ্ভুত এক রাইড৷ মেলায় গিয়েছে কিন্তু বিখ্যাত জন ডিরে কোম্পানির তৈরি এই রাইড চড়েনি এমন শিশু খুঁজে পাওয়া মুশকিল৷
রাইডে চড়ে আকাশে
এমন রাইডে চড়ে আকাশেও ঘুরে ঘুরে মজা লুটেছেন অনেক দর্শনার্থী৷
ঘোড়সওয়ার
মেলায় রয়েছে দুই ধরনের ঘোড়া৷ এক ধরনের প্রশিক্ষিত ঘোড়া দর্শকদের নানা ধরনের কসরৎ দেখিয়ে আনন্দ দেয়, অন্য ঘোড়াগুলোর কাজ সওয়ার নিয়ে ঘুরে বেড়ানো৷ ওপরের ছবিতে ঘোড়সওয়ার এক সুন্দরী তরুণী৷
মেলাতেও টিকা
কেন্টাকি স্টেট ফেয়ারের হেল্থ অ্যান্ড ফ্যামিলি সার্ভিস বুথে করোনার টিকা দেয়ারও ব্যবস্থা রাখা হয়েছে৷ রথ দেখা আর কলা বেচার মতো মেলা দেখতে গিয়ে টিকা নেয়ার সুযোগ ছেলে-বুড়ো কেউই ছাড়ছেন না৷
কমেডি শো
মেলার আরেক বিশেষ আকর্ষণ দ্য পর্ক চপ রেভু কমেডি শো৷ সেখানে গান গাওয়ার অনুরোধ জানিয়ে এক শূকরের দিকে এগিয়ে দেয়া হয় মাইক্রোফোন৷ ‘বিশেষ শিল্পী’ শ্রোতাদের পুরোপুরি হতাশ করেননি!