1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প থেকে বাঁচাবে বিছানা!

২৪ ফেব্রুয়ারি ২০১৭

ওয়াং ওয়েনক্সি-র ডিজাইন করা এই বিছানা রাতে ঘুমের সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে নিজে থেকেই মুড়ে একটা স্টিলের বাক্সে পরিণত হয়ে যায়, ছাদ ভেঙে পড়লেও যার ভিতর আপনি নিরাপদ৷

https://p.dw.com/p/2YDFE
ভূমিকম্প-প্রতিরোধী বিছানা
ছবি: Youtube.com

২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে ৯০,০০০-এর বেশি মানুষ নিহত অথবা নিখোঁজ হন৷ তার পর থেকেই ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর আর আসবাবপত্র বাজারে আসতে শুরু করে৷

ওয়াং ওয়েনক্সি-র ডিজাইন করা ভূমিকম্প প্রতিরোধী বিছানার পেটেন্ট নেওয়া হয় ২০১০ সালে৷ তার পর থেকে তিনি নানা ধরনের ভূমিকম্প প্রতিরোধী বিছানা ডিজাইন করেছেন৷

অধিকাংশ ক্ষেত্রেই নিদ্রামগ্ন মানুষটি বিছানার দু'ধারের মাঝখানের ফাঁকটিতে পড়ে যান, ওপরের ঢাকনা বন্ধ হয়ে যায় – কিন্তু ভিতরে খাবার-দাবার, পানি ও অন্যান্য সরঞ্জাম রাখার জায়গা থাকে৷

ওয়াং-এর ভিডিও-তে যে দু'টি জিনিস দেখানো হয়নি, সে দু'টি হলো: ভূমিকম্পের পর ত্রাণকর্মীরা বাড়ির ধ্বংসস্তূপে এই বিছানা বা বাক্সটিকে খুঁজে পাবেন কি করে; দ্বিতীয়ত, বিছানা বা বাক্সের মালিকই বা তা থেকে বেরোবেন কী করে৷ তবে ঘুমের মধ্যে বাক্সের বাইরে হাত বা পা আছে বলে, সে হাত-পা ভাঙার সম্ভাবনা নেই – নিন্দুকরা যাই বলুন না কেন৷

খাঁচা বা ধাঁচা সুদ্ধু বিছানার ওজন আর দাম নিয়েও প্রশ্ন উঠতে পারে৷ কিন্তু গভীর রাতে ভূমিকম্প হলে, ছাদ থেকে চাঙড় ভেঙে পড়লে যে বিছানা জান বাঁচাতে পারে, তাকে যে একটু শক্ত-পোক্ত হতে হবে, সে তো জানাই কথা৷

ওয়াং ঠিক পথই ধরেছেন, তবে তাঁকে ও তাঁর ভূমিকম্প-প্রতিরোধী বিছানাকে এখন সেই পথ ধরে আরো অনেকটা এগোতে হবে...৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য