1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে দ্বীপের বেশিরভাগ পুরুষ যৌন অপরাধী!

৫ ডিসেম্বর ২০১০

প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ পিটকেয়ার্ন৷ নিউজিল্যান্ডের ভূখণ্ড থেকে ৫৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই নির্জন দ্বীপটি একটি বিশেষ কারণে পরিচিত৷ এখানকার পুরুষদের বেশিরভাগই শিশু যৌন অপরাধে অভিযুক্ত!

https://p.dw.com/p/QPwN
প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এক টুকরো দ্বীপ পিটকেয়ার্নছবি: AP

দৈর্ঘ্যে মাত্র ৩.২ কিলোমিটার আর প্রস্থে ১.৬ কিলোমিটার৷ এই হলো পিটকেয়ার্ন দ্বীপ৷ এটা নাকি আবার ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত! যাই হোক, নিউজিল্যান্ড থেকে পাঠানো কিছু পুলিশ এই দ্বীপটির দেখভাল করে থাকে৷

দ্বীপটিতে থাকে মাত্র ৫০ জনের মত৷ আর এই জনসংখ্যার মধ্যে নাকি ১২ জন পূর্ণবয়স্ক পুরুষ৷ কিন্তু পিটকেয়ার্ন দ্বীপের পুরুষরা আবার একটু অন্যরকম৷ লোকালয় থেকে হাজার কিলোমিটার দূরে থাকলেও প্রযুক্তির কল্যাণে কিন্তু তারা একেবারেই দূরে নয়৷ ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বই তাদের হাতের কাছে৷ আর বিপত্তিটাও সেখানে৷ একঘেয়েমি কাটানোর জন্য নাকি অতৃপ্ত যৌন চাহিদা মেটানোর জন্যই, তারা ইন্টারনেটে প্রায়ই নানা দেশের পর্নোসাইট গুলো ভিজিট করে৷ আর এই ক্ষেত্রে এই ছোট্ট দ্বীপের মেয়র সাহেব মাইকেল ওয়ারেন রয়েছেন সবার আগে!

Pornografie im Internet
ইন্টারনেটের সুবাদে এখন পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে সবখানেছবি: AP

আসলে মেয়র ওয়ারেনের কারণে আবারও খবর হয়েছে পিটকেয়ার্ন দ্বীপ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং আটক করেছে তাঁর দুটি ল্যাপটপ৷ তারপর সেসব ল্যাপটপ থেকে বের হয়েছে এক হাজারের বেশি রগরগে ছবি ও ভিডিও৷ এর মধ্যে আবার অনেক ছবি এবং ভিডিও শিশুদের! ৪৬ বছর বয়স্ক ওয়ারেনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি বহন সংক্রান্ত অন্তত ২৫ টি অভিযোগ আনা হয়েছে৷

শুধু মেয়র ওয়ারেন নয়, গত ছয় বছরে পিটকেয়ার্ন দ্বীপটির মোট নয়জন পুরুষের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন সহ ৫৫টি যৌন অপরাধের অভিযোগ আনা হয়৷ এর মধ্যে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগও ছিল৷ অভিযুক্ত নয়জনের মধ্যে আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তাদের শাস্তি দেয় আদালত৷

গোটা দ্বীপটির ১২ জন পুরুষের মধ্যে আটজনই যৌন অপরাধী! তার সঙ্গে এখন যোগ হলেন মেয়র মাইকেল ওয়ারেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই