যে দশটি মাতৃভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে
ভাষার ব্যবহার নিয়ে দুটি তালিকা করা যায়৷ এক, যে ভাষাগুলো সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা; আর দুই, সবচেয়ে বেশি মানুষ যেসব ভাষায় কথা বলে৷ এই ছবিঘরটি প্রথম তালিকাটি নিয়ে৷
১. চাইনিজ
যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইএল ইন্টারন্যাশনালের প্রকাশনা ‘এথনোলোগ’-এ ভাষা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়৷ তাদের হিসেবে, প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন, অর্থাৎ ১৩০ কোটি মানুষের মাতৃভাষা চাইনিজ৷
২. স্প্যানিশ
স্পেন ছাড়াও দক্ষিণ ও মধ্য অ্যামেরিকা, এমনকি যুক্তরাষ্ট্রের একটি অংশের মানুষেরও মাতৃভাষা এটি৷ প্রায় ৪৪২ মিলিয়ন মানুষের মাতৃভাষা স্প্যানিশ৷
৩. ইংরেজি
হ্যাঁ, মাতৃভাষার হিসেব করলে চাইনিজ আর স্প্যানিশের পরেই আসবে ইংরেজির নাম৷ কারণ, ৩৭৮ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি৷ তবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সেটি হচ্ছে ইংরেজি৷
৪. আরবি
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩১৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা আরবি৷
৫. হিন্দি
আরবির পরেই আছে হিন্দি৷ এথনোলোগ বলছে, ২৬০ মিলিয়ন মানুষের মাতৃভাষা হিন্দি৷ তবে সবচেয়ে বেশি মানুষের বলা ভাষার তালিকায় এটি তিন নম্বরে চলে আসবে৷
৬. বাংলা
বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ২৪৩ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা৷ হিন্দির চেয়ে মাত্র ১৭ মিলিয়ন কম৷ অবশ্য সবচেয়ে বেশি মানুষের বলা ভাষার তালিকায় বাংলা আট নম্বরে চলে যায়৷ কারণ, তখন রুশ আর ফরাসি ভাষা বাংলার উপরে চলে যায়৷
৭. পর্তুগিজ
একসময় বিশ্বের বিভিন্ন স্থানে ঔপনিবেশ প্রতিষ্ঠা করায় এই ভাষাটির প্রসার হয়েছে৷ ফলে ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিকের মতো দেশের মানুষেরও মাতৃভাষা পর্তুগিজ৷ সংখ্যার হিসেবে প্রায় ২২৩ মিলিয়ন৷
৮. রুশ
জাতিসংঘের ছয়টি ভাষার মধ্যে একটি হলেও এই তালিকায় রুশ ভাষার অবস্থান আট নম্বরে৷ কারণ, ১৫৪ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি৷
৯. জাপানি
জাপানি ভাষায় কথা বলার মানুষের সংখ্যা ১২৮ মিলিয়ন৷ ‘এথনোলোগ’ এর তালিকাটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
১০. পাঞ্জাবি/লন্ডা
তালিকায় এই নামটি দেখে অবাক হওয়ার কিছু নেই৷ কারণ, ভারত ও পাকিস্তান মিলিয়ে ১১৯ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি৷