1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচার বাধাগ্রস্তের চেষ্টা

জাহিদুল হক১২ ডিসেম্বর ২০১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ সাম্প্রতিক সময়ে একটি বিতর্কের কারণে তাঁর এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/1705G
ছবি: AP

আন্তর্জাতিক অপরাধ আইনের গবেষক নিঝুম মজুমদার মনে করেন, ‘দি ইকোনমিস্ট' পত্রিকার কাছ থেকে নিয়ে ‘আমার দেশ' পত্রিকায় বিচারপতি নাসিম ও বেলজিয়াম প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার যে কথপোকথন ছাপা হয়েছে সে সম্পর্কে ঐ দুই ব্যক্তির কাছ থেকে কোনো বিবৃতি আসেনি৷ যে অডিও'র ভিত্তিতে আমার দেশ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অডিওর কণ্ঠগুলো যে ঐ দুই ব্যক্তির তার কোনো প্রমাণ নেই৷ তিনি বলেন, ‘‘দুই ব্যক্তির মধ্যে এই যে কথাবার্তা এটা কতটুকু সত্য, এটা কি আসলে বিকৃত করা হয়েছে কীনা বা এটা কি বানিয়ে প্রচার করা হচ্ছে কীনা এটা এখনো নিশ্চিত নয়৷''

Interview - MP3-Mono

এছাড়া ‘দি ইকোনমিস্ট' সম্পর্কে মজুমদার বলেন, ‘‘এর আগে পত্রিকাটি তাদের এক প্রতিবেদনে বলেছিল যে, আওয়ামী লীগ সরকার ভারত থেকে বস্তা বস্তা টাকা এনে এবারের নির্বাচনে জয়লাভ করেছিল৷ পরবর্তীতে সরকার এর প্রতিবাদ জানিয়ে পত্রিকাটির বিরুদ্ধে মামলা শুরু করার কথা জানায়৷ সেসসময় ইকোনমিস্ট তাদের প্রতিবেদনের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি৷''