বাংলাদেশ
২৬ ডিসেম্বর ২০১২সড়ক অবরোধের পর এবার ঢাকাসহ সারা দেশে জনসংযোগ কর্মসূচি পালন করল বিএনপি৷ আর ঢাকায় এই জনসংযোগের নেতৃত্ব দেন খালেদা জিয়া৷ সকাল ১১টায় গাবতলী থেকে এই জনসংযোগ শুরু হয়, শেষ হয় বিকেলে বাড্ডা এলাকায়৷ এর মধ্যে খালেদা জিয়া পাঁচটি পথ-সভায় বক্তৃতা দেন৷ তিনি তাঁর বক্তৃতায় বলেন, সংসদে বিল এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে৷ আর সেই বিল আনলে বিএনপি সংসদে যাবে৷
খালেদা জিয়া বলেন, তাদের আন্দোলন নিয়ে সরকার অপ্রপচার চালাচ্ছে৷ বলছে, যুদ্ধাপরাধীদের রক্ষায় এই আন্দোলন৷ কিন্তু আসলে তাদের এই আন্দোলন দেশের মানুষের জন্য৷ বরং আওয়ামী লীগই এক সময় জামায়াতের সঙ্গে জোট বেধেছিল – এই বলে দাবি করেন খালেদা৷
বিরোধী নেত্রী সরকারে চার বছরের শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার যদি আবারো তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় তাহলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে৷
জনসংযোগ কর্মসূচির কারণে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ ফলে মানুষকে পড়তে দুর্ভোগে৷ আর কর্সসূচিতে জামায়াতের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়৷ তারা যুদ্ধাপরাধ মামলায় আটক জামায়াত নেতাদের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করে থাকে৷ দিতে থাকে স্লোগান৷
নির্বাচনের সময় নির্দলীয় নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে জনমত গড়তে এই জনসংযোগ কর্মসূচি পালন করল বিএনপি'র নেতৃত্বে ১৮ দল৷
এদিকে, সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ তাই তিনি এই ষড়যন্ত্রের ব্যাপারে সেনা কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন৷