যুদ্ধাপরাধীদের জানাজা ঢাকায় নয়
২৭ নভেম্বর ২০১৪বাংলাদেশের একাধিক পত্রিকায় খবরটি প্রকাশ হয়েছে খবরটি৷ মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেছেন, ‘‘ঢাকায় কোনো যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড হওয়ার পর জানাজা করতে দেওয়া হবে না৷''
ভারতের সংবাদ মাধ্যম ডিএনএ এই খবরটি প্রকাশ করেছে, যা টুইটারে শেয়ার করেছেন অনেকে৷ কেউ কেউ ভারতেও এমন নিয়ম চালুর কথা বলছেন৷
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটেও এই বিষয়ে মন্তব্য করেছেন কয়েকজন৷ কাজী সেলিম লিখেছেন, ‘‘এটা জোরালো এবং সঠিক পদক্ষেপ৷ মৃত্যুর পর কোনো রাজাকার এবং আলবদরের চেহারাও বাংলার মাটিতে দেখতে দেয়া উচিত নয়৷ তাদের মরদেহের উন্মুক্ত জানাজার সুযোগও দেয়া উচিত নয়৷''
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাভোগের সময় গত ২৩শে অক্টোবর প্রাণ হারান জামায়াতের সাবেক আমির গোলাম আযম৷ ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷ যুদ্ধাপরাধীদের জানাজা এভাবে আয়োজনের সুযোগ দেয়া উচিত কিনা – তা নিয়ে সেসময়ই বিতর্ক শুরু হয়৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ