যুদ্ধাপরাধ ট্রাইবুনালে সাঈদীর জামিন আবেদন আবার নাকচ
২৩ আগস্ট ২০১১সকালেই যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে হাজির করা হয়৷ আদালতে হাজির করার পর সাঈদীর জামিন আবেদন জানানো হলে আদালত তা ষষ্ঠবারের মত নাকচ করে দেন৷ এরপর প্রসিকউশনের পক্ষ থেকে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ পড়ে শোনান হয়৷ পিরোজপুরের পারের হাটে পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে সহায়তা করা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং বাগমারায় নারী নির্যাতনের অভিযোগ আনা হয়৷ কিন্তু মামলার কাগজপত্রের পর্যাপ্ত কপি এবং সিরিয়ালে কিছু গরমিল থাকায় আদালত শুনানি মুলতুবি করেন৷ কাল আবার পর্যাপ্ত কাগজপত্রের ভিত্তিতে শুনানি শুরু হবে৷ যা সাংবাদিকদের জানান প্রসিকিউশন টিমের প্রধান এডভোকেট গোলাম আরিফ টিপু৷
অন্যদিকে সাঈদীর আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম এখনই অভিযোগ গঠনের শুনানির বিরোধিতা করেন৷ তিনি বলেন, তারা শুনানির জন্য প্রস্তুত নন৷ আর তাদেরকে মামলার কাগজপত্রই সরবরাহ করা করা হয়নি৷ আদালত অবশ্য তার আবেদন গ্রহণ করেননি্৷
যুদ্ধাপরাধ মামলায় দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া আটক অন্য আসামিরা হলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলিম৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক