1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় যুদ্ধবিরতি

১৯ এপ্রিল ২০১২

যুদ্ধবিরতির ঘোষণার পরও শান্তি হয়নি সিরিয়া৷ বরং বৃহস্পতিবারও সংঘর্ষে প্রাণ হারিয়েছে একাধিক ব্যক্তি৷ এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কী-মুন সেদেশে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে বড় দল পাঠানোর বিষয়ে মত প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/14gtN
ছবি: Shaam News Network via AP video

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কোফি আনানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলছে সিরিয়ায়৷ তবে একাধিক সংবাদ সংস্থা জানাচ্ছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার সেদেশে সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে তিন ব্যক্তি৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’এর দাবি হচ্ছে, ডিয়ার এজর শহরে সরকারি বাহিনীর আক্রমণে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে৷ এছাড়া ইয়াবরুড শহরে বন্দুকের গুলিতে নিহত হয়েছে দুই ব্যক্তি৷
যুক্তরাজ্য নির্ভর গোষ্ঠীটি আরো দাবি করেছে, ডিয়ার এজর শহরে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বৃহস্পতিবার তিন ব্যক্তি আহতও হয়েছে৷ এছাড়া সিরিয়ার হোমস এবং ডারা শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

Ban Ki-moon und Jose Manuel Barroso
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বারোসোর সঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুনছবি: dapd

যুদ্ধবিরতি পর্যবেক্ষক দল

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ দলের পরিধি বাড়াতে চান৷ তিনি চাচ্ছেন পর্যবেক্ষণ দলের সদস্য সংখ্যা ৩০০ করতে৷ তিন মাসের জন্য এসব নিরস্ত্র পর্যবেক্ষকদের সিরিয়ায় মোতায়েন করতে চান মুন৷ এসংক্রান্ত তাঁর একটি প্রতিবেদন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করার কথা রয়েছে বৃহস্পতিবার৷

মুন’এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়ার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা এখনো সরিয়ে নেওয়া হয়নি এবং যুদ্ধবিরতি শুরুর পর সহিংসতা আরো বেড়েছে৷ তবে পরিস্থিতির উন্নয়নে সুযোগ এখনো রয়েছে, মনে করেন মুন৷ এবং সেই সুযোগকেই কাজে লাগাতে চান জাতিসংঘের মহাসচিব৷ সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে বৃহস্পতিবার দামেস্কে একটি সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ৷ এক বিবৃতিতে কোফি আনান জানিয়েছেন, সিরিয়ায় আরো পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে ‘প্রোটোকল’ তৈরি করা হয়েছে, যাতে উভয় পক্ষ সম্মত হয়েছে৷ সিরিয়া অবশ্য সেদেশে জাতিসংঘের ৩০০ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সমর্থন করছে না৷ সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াহিদ আল-মুয়ালিম জানিয়েছেন, ২৫০ হচ্ছে মানানসই সংখ্যা৷ এদিকে, চীন জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর বিষয় বিবেচনা করছে সেদেশ৷

প্যারিসে বৈঠক

পশ্চিমা এবং আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন প্যারিসে৷ সিরিয়ায় যুদ্ধবিরতি হচ্ছে আলোচনা বিষয়বস্তু৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি আবারো সিরিয়ার সাধারণ মানুষকে মানবিক সহায়তা প্রদানের জন্য একটি করিডোর তৈরির আহ্বান জানিয়েছেন৷ একইসঙ্গে তিনি দাবি করেছেন, হোমস শহরটি সিরিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চাইছেন সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷

উল্লেখ্য, হোমস হচ্ছে সিরিয়ায় গণতন্ত্রকামীদের আন্দোলনের সূতিকাগার৷ আসাদ পরিবারের শাসনের বিরুদ্ধে একাধিক আন্দোলনের শুরু হয়েছিল এই শহর থেকেই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স, এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য