যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান, কয়েক ডজন গ্রেপ্তার
গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়৷ সেই বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে৷
কয়েক ডজন আটক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ কয়েক ডজন ফিলিস্তিন-সমর্থক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে৷ এদের কয়েকজন একটি একাডেমিক ভবন দখল করেছিলেন৷ অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে৷
পুলিশকে অনুরোধ
ক্যাম্পাসে পুলিশ ঢোকার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া এক চিঠিতে পুলিশকে অন্তত ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ জানান৷ ১৫ মে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
বিক্ষোভের শুরু
গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল৷ এটি পরে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে৷ ক্যাম্পাসগুলোয় তাঁবু খাটিয়ে বিক্ষোভ চলছে৷ নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আইভি লিগের অন্তর্গত একটি বিশ্ববিদ্যালয়৷
একাডেমিক ভবন দখল
মঙ্গলবার ভোরে বিক্ষোভকারীরা হ্যামিল্টন হল নামে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের দখল নিয়েছিলেন৷ অভিযানের সময় পুলিশ সেখানে ঢুকে ভবনটি খালি করেছে৷ ভবনটি দখলে নেওয়ার পর বিক্ষোভকারীরা ভবনে নাম রেখেছিলেন হিন্দস হল৷ গাজায় ইসরায়েলের হামলার নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের নামে এই নামকরণ বলে তারা জানিয়েছিল৷
শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার
তাঁবু সরিয়ে নিতে ও বিক্ষোভ বন্ধ করতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সোমবার পর্যন্ত সময় দিয়েছিল৷ কিন্তু সেটি না মানায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সে কারণেই মঙ্গলবার ভোরে হ্যামিল্টন হল দখল করেছিলেন বিক্ষোভকারীরা৷
কয়েকশ গ্রেপ্তার
গত শতকের ৬০ ও ৭০ দশকে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছিল৷ এরপর আরও কয়েক দফায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা৷ তবে এবার গাজা যুদ্ধের বিরোধিতা করে যে বিক্ষোভ হচ্ছে এবং যতদিন ধরে হচ্ছে তা ভিয়েতনাম যুদ্ধ বিরোধী বিক্ষোভের পর সবচেয়ে বড়৷ এখন পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে৷