যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপর ছুরি হামলা
২৯ ডিসেম্বর ২০১৯নিউইয়র্কের পাশ্ববর্তী মনসি এলাকায় ইহুদি ধর্মাম্বলীদের একটি বাড়িতে শনিবার সন্ধ্যায় হানুক্কাহ নববর্ষ উদযাপন অনুষ্ঠান করতে শতাধিক মানুষ জড়ো হন৷ এ সময় ছুরি হাতে এক ব্যক্তি প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ৷
ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ধর্মীয় রীতিতে হানুক্কাহ নববর্ষ উদযাপন করে থাকেন ইহুদি ধর্মাবলম্বীরা৷
হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ৷ তাবে তাকে চিহ্নিত করা গেছে বলে দাবি পুলিশের৷
এ ঘটনার পূর্ণ তদন্তের আদেশ দিয়েছেন নিউইর্কের গভর্নর আন্ড্রেও কিউমো৷
ঘটনাটিকে ‘ভয়াবহ' উল্লেখ করে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘‘এ এলাকাটিতে অনেক ইহুদি পরিবার রয়েছে৷ তারা আতঙ্কের মধ্যে আছেন৷ তারা অত্যন্ত আতঙ্কিত৷ এমনকি নিজেদের ধর্মীয় পোশাক পরে বাইরে যেতেও ভয় পান তারা৷''
এ হামলাকে ‘বর্বর আক্রমণ' বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷
মনসি এলাকায় মূলত অর্থোডক্স ইহুদিরা বাস করেন৷ নিউইয়র্ক ও এর আশেপাশের এমন এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে পুলিশ অন্তত ছয়টি ইহুদিবিদ্বেষী হামলার কথা জানিয়েছে৷
নিউইয়র্ক গভর্নর কিউমো বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলতে চাই, ইহুদী বিদ্বেষ ও ধর্মান্ধতা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক৷ এ বিষয়ে আমরা জিরো-টলারেন্স নীতি অনুসরণ করবো৷''
আরআর/এডিকে (এপি, এএফপি)