যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিলেন পুটিন
২০ ফেব্রুয়ারি ২০১৯পুটিন আরো জানান, রাশিয়া নৌবাহিনীর জন্য নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সমৃদ্ধ সাবমেরিন তৈরি করছে, যা দিয়ে ভূমি ও জলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে৷
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি' আইএনএফ চুক্তি থেকে সরে দাঁড়ানো সত্ত্বেও রাশিয়া যুদ্ধ শুরু করতে চায় না৷ তবে আঘাতের উত্তর দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পুটিন৷
তিনি বলেন, ‘‘যে দেশ থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ছোড়া হবে, আমরা শুধু তাদের ওপরেই পালটা হামলা চালাবো না৷ যেখান থেকে এই হামলার সম্পূর্ণ ছক কষা হবে বা যারা এর সাথে যুক্ত থাকবে, সেই দেশগুলিতেও হামলা চালানোর ক্ষমতা আমাদের আছে৷''
তাঁর এই সতর্কবাণী ইতিমধ্যেই রাশিয়ার রাজনৈতিক মহলে প্রশংসা কুড়িয়েছে৷
যুক্তরাষ্ট্র-রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র?
২০১৩ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আইএনএফ চুক্তি অমান্য করে রাশিয়া গোপনে ক্রুজ-মিসাইল তৈরি করছে৷ এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যে আঘাত হানতে পারে৷
রাশিয়াএই অভিযোগ অস্বীকার করে এলেও সম্প্রতি স্বীকার করেছে যে তাদের কাছে আসলেই এমন মিসাইল রয়েছে৷ কিন্তু তাদের দৃঢ় বক্তব্য, আইএনএফ চুক্তির কোনো ধারাকেই তারা অমান্য করেনি৷
এদিকে, মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের কাছে এই মুহূর্তে নতুন কোনো ক্ষেপণাস্ত্র নেই৷
এসএস/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)