1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য সফরে পোপ ষোড়শ বেনেডিক্ট

১৬ সেপ্টেম্বর ২০১০

ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ঐতিহাসিক যুক্তরাজ্য সফর শুরু করেছেন বৃহস্পতিবার৷ চারদিনের সফরে তিনি রোম থেকে প্রথমেই উড়ে গেছেন এডিনবরা৷ সেখান থেকে গ্লাসগো, লন্ডন এবং বার্মিংহাম যাওয়ার কথা রয়েছে পোপের৷

https://p.dw.com/p/PDf5
পোপ, হলিরুড, প্রাসাদ, রানী, দ্বিতীয়, এলিজাবেথ, Pope, Benedict XVI, Britain, Queen Elizabeth II,UK, Roman, Scotland
পোপকে হলিরুড প্রাসাদে স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথছবি: AP

এডিনবরা পৌঁছলে তাঁকে হলিরুড প্রাসাদে স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথ৷ সেখানে পোপ মিলিত হন উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ, ক্যান্টারবারির অ্যাঙ্গলিকান আর্কবিশপ রোয়ান উইলিয়ামস এবং স্কটিশ মূখ্যমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ডের সাথে৷ এছাড়া, সেখানে সামরিক মহড়া পরিদর্শন করেন পোপ৷ বিকেলে গ্লাসগোতে ভক্তদের সমাবেশে ভাষণ দেবেন তিনি৷

পোপের সফর নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় ভক্তদের মাঝে৷ ৬৫ বছর বয়সি তেরেসিয়া ম্যাকফার্লেন বলেন, ‘‘পোপ স্কটল্যান্ডে আসছেন এটা আমার কাছে এক বিশাল সুযোগ৷'' তবে ৭০ বছর বয়সি ফ্রান্সেস মনে করেন, শিশুদের উপর নির্যাতন ঠেকাতে গির্জার উচিত আরো কড়া পদক্ষেপ গ্রহণ৷ কারণ ‘‘এটা গির্জার গায়ে কালিমা লাগিয়েছে এবং এভাবে চলতে দেওয়া যায় না৷''

অ্যাঙ্গলিকান এবং ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে সম্পর্ক উন্নয়নই পোপের এই সফরের লক্ষ্য৷ ১৫৩৪ সালে ইংলিশ রাজা অষ্টম হেনরি রোমের সাথে সম্পর্ক ছিন্ন করার পর রোমান ক্যাথলিক গির্জার কোন প্রধানের যুক্তরাজ্যে এটি দ্বিতীয় সফর৷ তবে পোপের দায়িত্ব গ্রহণের পর বেনেডিক্টের এটিই প্রথম যুক্তরাজ্য সফর৷

এদিকে, গির্জায় শিশু নির্যাতনের ঘটনার জন্য ক্যাথলিক গির্জার কর্তৃপক্ষের সমালোচনা করলেন পোপ বেনেডিক্ট৷ বললেন, গির্জায় শিশুদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে যথেষ্ট সতর্ক ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ তিনি বলেন, ‘‘এসব ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত৷ আমি এটা বুঝি না যে, যাজকের মতো মহান দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কিভাবে এতোটা বিকৃতি ঘটে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ